HighlightNewsদেশ

জামশেদপুরে টাটা স্টিলের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, আহত ২ শ্রমিক

টিডিএন বাংলা ডেস্ক: শনিবার দুপুরে কাজ চলাকালীন জামশেদপুরে টাটা স্টিল কারখানার একটি কোক প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণ হয়। মুহুর্তের মধ্যে ছড়িয়ে পড়ে আগুন। জানা গিয়েছে, এই ঘটনায় এখনও পর্যন্ত আহত হয়েছেন দু’জন শ্রমিক। সূত্রের খবর, ওই প্ল্যান্টে একটি ব্যাটারিতে বিস্ফোরণের কারণেই এই অগ্নিকাণ্ড সৃষ্টি হয়। ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন অবিলম্বে এই ঘটনার সম্পর্কে খোঁজ খবর নেন এবং উদ্ধার অভিযানের নির্দেশ দেন। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে পাঁচটি ফায়ার টেন্ডার।

জানা গিয়েছে, দমকলের কর্মীরা ঘটনাস্থলে তড়িঘড়ি পৌঁছনোয় পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। এই ঘটনায় দুই চুক্তিভিত্তিক কর্মচারী সামান্য আঘাত পেয়েছেন এবং একজন কর্মচারী বুকে ব্যথার কথা জানিয়েছেন। তবে, বর্তমানে তাঁদের অবস্থা স্থিতিশীল। এই ঘটনার পর টাটা স্টিলের তরফ থেকে জানানো হয়েছে, আগুন কেন লাগলো তা নির্ণয় করতে তদন্ত চলছে। কোক প্ল্যান্টে বিস্ফোরণের সঠিক কারণ এখনো পর্যন্ত জানা যায় নি। এই ঘটনার কথা ট্যুইট করে জানিয়েছেন ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। নিজের অফিসিয়াল ট্যুইটার হ্যান্ডেল থেকে ট্যুইট করে হেমন্ত সোরেন লিখেছেন,”জামশেদপুর প্ল্যান্টে একটি বিস্ফোরণ ঘটেছে বলে জানা গিয়েছে। জেলা প্রশাসন এবং টাটা স্টিলের ম্যানেজার আহতদের চিকিৎসার জন্য অবিলম্বে ব্যবস্থা নিতে সম্মত হয়েছেন।”

Related Articles

Back to top button
error: