টিডিএন বাংলা ডেস্ক: ডলারের বিপরীতে ভারতীয় টাকার সবচেয়ে বড় অবনমন দেখা গেল। ইতিহাসে ভারতের টাকার মূল্যের এমন চরম অধঃপতনের ঘটনা এই প্রথম। ১ ডলারের বিপরীতে ভারতীয় টাকার মূল্য দাঁড়িয়েছে ৮০ টাকায়। বিগত বেশ কয়েকদিন ধরেই ভারতীয় টাকার মূল্যের এই অবনমন দেখা যাচ্ছিল। বর্তমানে তা একেবারে তলানিতে এসে ঠেকেছে। টাকার দামের হ্রাসের ফলে জ্বালানি দ্রব্যের সাথে দৈনন্দিন প্রয়োজনীয় বিভিন্ন জিনিসপত্রের দামও বাড়বে। বিরোধী রাজনৈতিক দলগুলি টাকার দামের এই অধঃপতনের পিছনে বর্তমান কেন্দ্রীয় সরকারের বিভিন্ন কু-নীতি, সিদ্ধান্তহীনতা এবং সরকারি সম্পত্তির বেসরকারিকরণকে দায়ী করেছেন।
Related Articles
হরিয়ানায় নিহত সাবির মল্লিকের পরিবারের সাথে জামাআত নেতৃত্বের সাক্ষাৎ, ন্যায়বিচার দাবি
2 September 2024
পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস ও বিজেপির পারস্পরিক বোঝাপড়া ও মেরুকরণ আবারও সামনে চলে এসেছে: আইএসএফ
5 June 2024