টিডিএন বাংলা ডেস্ক: ৯৫তম অস্কার অনুষ্ঠানে ভারত প্রথমবার দুটি পুরস্কার পেয়েছে। আরআরআর ছবির নাটু নাটু গানটি সেরা মৌলিক গানের পুরস্কার জিতেছে। একই সঙ্গে, দ্য এলিফ্যান্ট হুইসপারস সেরা ডকুমেন্টারি শর্ট ফিল্ম হিসেবে পুরস্কৃত হয়েছে। তবে, ডকুমেন্টারি ফিচার ফিল্ম অল দ্যাট ব্রেদস রেস থেকে বাদ পড়েছে। অস্কার পুরস্কারে এই তিনটি বিভাগে মনোনয়ন পেয়েছে ভারত।
প্রসঙ্গত, নাটু-নাটু এর আগে গোল্ডেন গ্লোবস অ্যাওয়ার্ডে সেরা মৌলিক গানের খেতাব পেয়েছিলেন। চন্দ্রবোস এবং সুরকার এমএম কিরওয়ানি অস্কার হতে তুলে নেন।
দ্য এলিফ্যান্ট হুইস্পার্সের পরিচালক কার্তিকি গনসালভেস এবং প্রযোজক গুনীত মঙ্গা সেরা শর্ট ডকুমেন্টারির পুরস্কার পেয়েছেন। এবারের অস্কার অনুষ্ঠানের উপস্থাপিকা হিসাবে উপস্থিত ছিলেন দীপিকা পাড়ুকোন। ভারতীয় সময় অনুযায়ী, যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে সোমবার ভোর সাড়ে ৫টায় শুরু হয় অস্কার অনুষ্ঠান।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইট করে আরআরআর এবং দ্য এলিফ্যান্ট হুইস্পার্সের নির্মাতাদের অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, ‘অসাধারণ! ‘নাটু নাটু’র জনপ্রিয়তা বিশ্বব্যাপী। এটি এমন একটি গান যা আগামী বছর ধরে মনে থাকবে। এই সম্মানের জন্য এমএম কিরওয়ানি এবং চন্দ্রবোস সহ সমগ্র দলকে অভিনন্দন। ভারত উচ্ছ্বসিত ও গর্বিত’।