HighlightNewsরাজ্য

পেটের দায়ে ভিনরাজ্যে আবারও দুর্ঘটনায় মৃত্যু হল এক বাঙালী শ্রমিকের, শোকের ছায়া এলাকায়

টিডিএন বাংলা ডেস্ক: দিন কয়েক আগেই উত্তরপ্রদেশের গাজিয়াবাদে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছিল তিনজন পরিযায়ী শ্রমিকের। ফের একজন বাংলার পরিযায়ী শ্রমিকের মৃত্যু হল। সেই গাজিয়াবাদেই। গাড়ির ধাক্কায় প্রাণ গেল মুর্শিদাবাদের ফরাক্কার বছর ৩৩-এর যুবকের। জানা গেছে, মুর্শিদাবাদের ফরাক্কা ব্লকের বেনিয়াগ্রাম পঞ্চায়েতের সিংপাড়ার বাসিন্দা প্রতুল মণ্ডল রুটিরুজির টানে ভিনরাজ্যে পাড়ি দিয়েছিলেন। সেখানকার এক ভাড়া বাড়িতে থাকতেন তিনি। বৃহস্পতিবার খাবার আনতে বেরিয়েছিলেন তিনি। সেই সময় গাড়ির ধাক্কায় গুরুতর জখম হন প্রতুল।

আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালেই মৃত্যু হয় তাঁর। রবিবার ফরাক্কার গ্রামের বাড়িতে প্রতুলের মৃত্যু সংবাদ এসে পৌঁছয়। কান্নায় ভেঙে পড়েন বাড়ির লোকেরা। গোটা গ্রামেই শোকের ছায়া। বিগত কয়েকদিনে ভিনরাজ্যে মৃত্যু হয়েছে বেশ কয়েকজন পরিযায়ী শ্রমিকের। কিছুদিন আগেই মিজোরামে নির্মীয়মাণ সেতু ভেঙে মালদহের ২৩ জন শ্রমিকের মৃত্যু হয়। দিন কয়েক আগেই গাজিয়াবাদে তিনজন মুর্শিদাবাদের মৃত্যু হয়েছিল। শনিবারই গুজরাতে দক্ষিণ ২৪ পরগনার পরিযায়ী শ্রমিকের জীবন শেষ হয়ে যায়। সূত্র -দ্য ওয়াল

Related Articles

Back to top button
error: