টিডিএন বাংলা ডেস্ক: এই ভারত দেশটি হিন্দু সম্প্রদায়ের এখানে মুসলিম সম্প্রদায়ের মানুষদের থাকার অধিকার নেই। আর সেই কারণেই মুসলিম সম্প্রদায়ের মানুষদের এই দেশ ছেড়ে পাকিস্তানে চলে যাওয়া উচিত। এই ধরনের সাম্প্রদায়িক উত্তেজনা পূর্ণ ভাষণ প্রায়ই দিতে দেখা যায় হিন্দুত্ববাদীদের। কিন্তু এবার একেবারে ক্লাস রুমের মধ্যেই ভারত ছেড়ে মুসলিম শিক্ষার্থীদের পাকিস্তানে চলে যাওয়ার নিদান দিলেন এক শিক্ষিকা! এমনই অভিযোগ উঠেছে দক্ষিণের রাজ্য কর্নাটকের উর্দু ইনস্টিটিউশনের এক শিক্ষিকার বিরুদ্ধে। এই অভিযোগের খবর পেয়ে দ্রুত কড়া ব্যবস্থা নেয় জেলা শিক্ষা দফতর। সঙ্গে সঙ্গে তাকে বদলি করা হয়। একইসঙ্গে ইতিমধ্যেই তার বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন জেলা শিক্ষা আধিকারিক। অভিযোগ প্রমাণিত হলে আরও কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন তারা।
উল্লেখ্য যে, সাম্প্রতিক সময়ে উত্তরপ্রদেশের মুজফফরপুরের এক শিক্ষিকার নির্দেশে ৭ বছর বয়সি এক মুসলিম ছাত্রকে প্রচন্ড মারধোর করার ঘটনা সামনে এসেছে। তারপরেই দিল্লির এক শিক্ষিকার বিরুদ্ধে অভিযোগ ওঠে তিনি বলেন, দেশ স্বাধীন করার কাজে সংখ্যালঘুদের কোনও ভূমিকাই ছিল না। এরপর সামনে এসেছে কর্নাটকের ঘটনা। দেশে প্রতিনিয়ত যে সাম্প্রদায়িক বিভেদ, হিংসা, ঘৃণা বেড়ে চলেছে তা আবারও একবার প্রমাণিত হয়েছে।