Highlightরাজ্য

উত্তর মালদায় নির্বাচন থেকে সরে দাঁড়াল ওয়েলফেয়ার পার্টি, বিজেপিকে পরাস্ত করতে ইন্ডিয়া জোটের প্রার্থীকে সমর্থন

নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা: উত্তর মালদায় নির্বাচন থেকে সরে দাঁড়াল ওয়েলফেয়ার পার্টি। বিজেপিকে পরাস্ত করতে ইন্ডিয়া জোটের প্রার্থীকে সমর্থন দেবে দলটি। এক প্রেস বিজ্ঞপ্তিতে ওয়েলফেয়ার পার্টির পক্ষ থেকে জানানো হয়েছে, “সংবিধানের মূল স্পিরিট ধ্বংসকারী, কর্পোরেটদের স্বার্থ পূরণকারী ফ্যাসিবাদী বিজেপিকে পরাস্ত করতে ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া দেশজুড়ে কাজ করছে। দল মালদা উত্তর কেন্দ্র থেকে লড়াই করার ঘোষণা দিয়েছে। পার্টির পক্ষ থেকে উত্তর মালদায় প্রার্থী হিসাবে পার্টির রাজ্য সম্পাদক তথা শুক্রবারী এ কে হাই মাদ্রাসার জনপ্রিয় শিক্ষক শাহজাহান আলীর নাম ঘোষণা হতেই পার্টির নেতা ও কর্মীরা ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সাথে প্রচারে নেমে পড়ে। শুরু হয় কর্মীসভা, দেওয়াল লিখন, ব্যানার টাঙানো, লিফলেট বিলি,জনসংযোগ ইত্যাদি কর্মসূচি। ফলে উত্তর মালদার ভোটারদের মধ্যে ব্যাপক সাড়া পড়ে যায়। কিন্তু দেশ ও জাতির বৃহত্তর স্বার্থের কথা মাথায় রেখে ও ফ্যাসিবাদী বিজেপিকে পরাস্ত করতে উত্তর মালদা কেন্দ্র থেকে এবারের নির্বাচনে ওয়েলফেয়ার পার্টি প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এই কেন্দ্রে ‘ইন্ডিয়া’ জোটের প্রার্থী মুস্তাক আলমকে সক্রিয় সমর্থন দেবে দল।”

Related Articles

Back to top button
error: