HighlightNewsরাজ্য

আগুনে লাগলো কলুটোলা স্ট্রিটের একটি দ্বিতল বাড়িতে, আগুন নিয়ন্ত্রণের প্রচেষ্টায় দমকল বাহিনী

নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলাঃ সপ্তাহের প্রথম দিনেই লাগলো আবারো আগুন। কলুটোলা স্ট্রিটের একটি দোতলা বাড়িতে হঠাৎ আগুন লেগে যায়। আগুন ছড়িয়ে পড়ে দোতলায়। আগুন দেখামাত্রই স্থানীয়রা দমকলে খবর দেয়। খবর পেয়ে ওই স্থানে চলে আসে দমকলের ছটি ইঞ্জিন। কিন্তু এখনো পর্যন্ত আগুনের উৎস স্থলে পৌঁছাতে পারেনি দমকল বাহিনী। আগুন নিয়ন্ত্রণে আনতে না পারায় পরবর্তী সময়ে আরও ছটি দমকল এসে পৌঁছায়। মোট ১২টি দমকল এসে পৌঁছেছে বলে জানা গিয়েছে। কিভাবে আগুন লাগলো তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, “প্রথমে তারাই দেখতে পান যে ওই বাড়িতে আগুন জ্বলছে। এরপর খবর দেন দমকল বাহিনীকে। জায়গাটি এতটাই ঘিঞ্জি যে সেখানে দমকলের গাড়ি ঢুকতে পারছিল না। অবশ্য শেষ পর্যন্ত কোনমতে গাড়ি ঢুকতে সক্ষম হয়‌। তারপর শুরু হয় আগুন নেভানোর প্রচেষ্টা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই বাড়ির দোতলায় আরো অনেক দোকান রয়েছে। স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তার কথা মাথায় রেখে আপাতত সেখান থেকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ১১ নম্বর কলুটোলা স্ট্রিটের যেখানে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, সেখানে প্রচুর ব্যবসায়ীদের দোকান রয়েছে। যে ভবনের দ্বিতলে আগুন লাগে, সেই ভবনেও রয়েছে প্রচুর দোকান। ফলে মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে সর্বত্র। তবে কীভাবে এই আগুন লাগল তা এখনই বলতে পারছেন না দমকলের আধিকারিকরা। এর আগে গত ১১ সেপ্টেম্বর গার্ডেনরিচের একটি প্ল্যাস্টিকের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দমকলের ২০টি ইঞ্জিনের চেষ্টায় আগুন শেষ পর্যন্ত নিয়ন্ত্রণে এসেছিল।

Related Articles

Back to top button
error: