HighlightNewsরাজ্য

বাগবাজারে সেন্ট্রাল স্টোরে মিলল গ্রেনেডের খোল, তীব্র চাঞ্চল্য এলাকায়

টিডিএন বাংলা ডেস্ক: মঙ্গলবার বিকেলে কোভিড টিকা রাখার জন্য উত্তর কলকাতার বাগবাজারের সেন্ট্রাল স্টোর রুমের তিনতলায় চলছিল সাফাই অভিযান। সেই সাফাই করতে গিয়েই মিলল কয়েক পেটি গ্রেনেডের খোল। যা দেখে সাফাই কর্মীদের চক্ষু চড়কগাছ। এই ঘটনা জানা জানি হতেই বাগবাজারের রবীন্দ্র সরণির সেন্ট্রাল ফ্যামিলি ওয়েলফেয়ার স্টোর ও আশেপাশের এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়ায়। এটা কোনও দুষ্কৃতীদের কাজ সন্দেহে সাফাই কর্মীরা দ্রুত খবর দেন পুলিশের কাছে। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় শ্যামপুকুর থানার পুলিশ। গ্রেনেডের খোলগুলি উদ্ধার করার পর দেখা যায় সেগুলি আসলে খালি। কোনও বিস্ফোরক পদার্থ নেই। এরপরই স্বস্তি ফিরে পান সকলে।

পুলিশের তরফে জানানো হয়েছে, গ্রেনেডের খোলগুলি উদ্ধার করে বিশেষজ্ঞদের কাছে পাঠানো হয়েছে পরীক্ষার জন্য। জানা যায়, ১৯৫৩ সালের পূর্বে এই বাড়িটি সিভিল ডিফেন্সের গোডাউন ছিল। তারপর থেকে দীর্ঘদিন ধরেই এটি কোনো কাজে লাগানো হয়নি। ফলে বন্ধ অবস্থাতেই পড়ে ছিল এতদিন। কিন্তু ২০২০ সালে করোনার প্রকোপ বৃদ্ধি পেলে গোডাউনটি সেন্ট্রাল স্টোর হিসেবে তৈরি করা হয়। এখানেই কোভিডের টিকা রাখা শুরু হয়। তারপর এক সময় এটি আবারও বন্ধ করে দেওয়া হয়। তবে গোডাউনটি ফের কাজে লাগানোর জন্য মঙ্গলবার সাফাই অভিযান শুরু হয়।

উল্লেখ্য, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের সিভিল ডিফেন্সের গোডাউন থেকে পাওয়া ওই গ্রেনেডের খোলগুলি কতটা পুরনো তা নিয়ে শুরু হয়েছে চর্চা। এগুলি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের নয়তো এমন প্রশ্নও ঘুরছে লালবাজার পুলিশকর্তাদের মধ্যে।

Related Articles

Back to top button
error: