HighlightNewsরাজ্য

ডিউটিরত অবস্থায় পুলিশকর্মীদের মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা কলকাতা পুলিশের

টিডিএন বাংলা ডেস্ক: প্রায়ই দেখা যায় ডিউটিরত অবস্থায় পুলিশকর্মীরা প্রয়োজন ছাড়াই মোবাইলে ব্যস্ত হয়ে পড়েন। কিন্তু সেই সংস্কৃতিতে ইতিটানার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুলিশ। ডিউটিরত অবস্থায় পুলিশকর্মীদের মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা দিচ্ছে লালবাজার। নতুন করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এখন থেকে সরকারি কাজে ছাড়া ব্যক্তিগত কোনো কাজে বিশেষ প্রয়োজন ছাড়া মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না পুলিশকর্মীরা। ডিউটি করতে হবে ফোন জমা রেখে। জরুরি প্রয়োজন ছাড়া ফোন ব্যবহার করতে দেখলে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে লালবাজার। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, কিউআরটি, সেন্ট্রি ডিউটিতে থাকলেও ফোন ব্যবহার করা যাবে না। একই নিয়ম জারি করা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতেও।

প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পুলিশি নিরাপত্তা পেরিয়ে কীভাবে নিরস্ত্র হাফিজুল একাই অনুপ্রবেশ করলো তা নিয়ে রাজ্যে জোড় সমালোচনা শুরু হয়। পুলিশের নিরাপত্তা ব্যবস্থা নিয়েই একাধিক প্রশ্ন উঠতে থাকে। এরপরই মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ি ও নবান্নের নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়। নবান্নে কর্তব্যরত পুলিশ কনস্টেবল এবং সাদা পোশাকের পুলিশকর্মীদের ডিউটির সময় মোবাইল ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। এবার কলকাতা পুলিশও কি সেখান থেকে শিক্ষা নিয়েই এই নিষেধাজ্ঞা দেওয়ার সিদ্ধান্ত নিল এমন কথাও উঠছে।

Related Articles

Back to top button
error: