HighlightNewsরাজ্য

একে অপরকে জানতে মসজিদ কমিটির উদ্যোগে হিন্দুদের নিয়ে তমলুকে ঈদ মিলনী 

মোকতার হোসেন মণ্ডল: পাশাপাশি দশকের পর দশক বাস করেও হিন্দু ও মুসলিম একে অপরকে চিনতে পারেনি, এমনকি ঈদ সম্পর্কে অনেকের ধারণা নেই। তাই একে অপরকে জানতে দাওয়াতুল ইসলাম মসজিদ কমিটির পরিচালনায় তমলুকের উত্তর সোনামুইতে ঈদ মিলনী অনুষ্ঠান হয়। ঈদের দিন বিভিন্ন এলাকার হিন্দু নিয়ে “ঈদ গেট টু গেদার ” অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন এলাকার জনপ্রিয় সমাজকর্মী সারওয়ার হাসান।

তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেন ” আমারা হিন্দু- মুসলিম যুগ যুগ ধরে পাশা পাশি বাস করি অথচ একে অপরের ধর্ম ও বিশ্বাস সম্পর্কে খুব বেশি জানিনা। পক্ষান্তরে দেশের কিছু অশুভ শক্তি ভুল তথ্য পেশ করে বিভেদের প্রাচীর গড়ে তুলেছে। তাই এই ধরনের ঈদ মিলনী অনুষ্ঠান গ্রামে গ্রামে হওয়া উচিত।”

তিনি তার বক্তব্যে সংকীর্ণ বেড়া জাল থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়ে ইসলাম ধর্মের মূল বিষয় গুলি তুলে ধরেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন তমলুক থানার এসআই সমর কুমার পাত্র, কুলবেড়িয়া ভিমদেব আদর্শ বিদ্যাপীঠের প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ, ধারিন্দা রেলক্রসিং হাই স্কুলের প্রধান শিক্ষক মনীন্দ্রনাথ পাড়ই, এলাকার সুপরিচিত ডাক্তার -আর.এন ভঞ্জ, আব্দুর রশিদ খাঁন প্রমুখ।

এদিন অনুষ্ঠানের মাঝে মসজিদের আযান শোনার এবং নামাজ স্বচোখে দেখার ব্যবস্থা করে দেওয়া হয়। অনুষ্ঠানে আগত হিন্দুরা এই ধরনের অনুষ্ঠানের প্রসংশা করেন এবং এই রকম প্রোগ্রাম বিভিন্ন জায়গায় করার আহ্বান জানান। আয়োজক কমিটিও খুব খুশি। তারা বলছেন, ঈদের খুশি সবার জন্য যাতে হয় সেই ব্যবস্থাও ছিল

Related Articles

Back to top button
error: