গুজরাটে ট্রাকের তলায় পিষ্ট হয়ে মৃত্যু পুলিশ কনস্টেবলের

টিডিএন বাংলা ডেস্ক: গুজরাটের আনন্দে ট্রাকের তলায় পিষ্ট হয়ে মৃত্যু হয়েছে এক পুলিশ কনস্টেবলের। আহত কনস্টেবলকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থাতেই মৃত্যু হয় তাঁর। জানা গিয়েছে, রাতে চেকিংয়ের সময় ওই কনস্টেবল ট্রাকটি থামানোর সংকেত দিলেও ট্রাকচালক সেই সংকেত না মেনে সরাসরি ট্রাক চালিয়ে দেন। এরপর চালক ট্রাক রেখে পালিয়ে যায়।

এর আগে, হরিয়ানা ও ঝাড়খণ্ডেও একই ধরনের ঘটনা ঘটেছে। মঙ্গলবার হরিয়ানার নুহ জেলায় চেকিংয়ের সময়, খনি মাফিয়ারা একটি ডাম্পারে ডিএসপিকে ধাক্কা দেয়। ওই এলাকায় অভিযান চালাতে এসেছিলেন ডিএসপি সুরেন্দ্র সিং। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
অন্যদিকে, ঝাড়খণ্ডে দুষ্কৃতীরা গাড়ির সাথে এক পুলিশ অফিসারকে পিষ্ট করে হত্যা করেছে। রাঁচির টুপুদানা এলাকায় পিক-আপ ভ্যানের চালক এক মহিলা পুলিশ অফিসারকে পিষে মেরে ফেলেছে। মঙ্গলবার বিকেল ৩টে নাগাদ এই ঘটনা ঘটে বলে জানা গেছে।