HighlightNewsদেশ

অবিলম্বে মহম্মদ জুবায়েরের মুক্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট

টিডিএন বাংলা ডেস্ক: অল্ট নিউজ ওয়েবসাইটের সহ-প্রতিষ্ঠাতা ফ্যাক্ট চেকার মোহাম্মদ জুবায়েরকে বড় ধরনের স্বস্তি দিয়েছে সুপ্রিম কোর্ট। জুবায়েরের বিরুদ্ধে দায়ের করা সব মামলায় অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছেন আদালত। শুধু তাই নয়, গ্রেফতারের আদেশ নিয়েও প্রশ্ন তুলেছে আদালত।

প্রসঙ্গত, মোহাম্মদ জুবায়ের তাঁর বিরুদ্ধে উত্তরপ্রদেশ পুলিশের দায়ের করা সমস্ত এফআইআর খারিজ করার দাবি করেন। পাশাপাশি এই আবেদনের বিষয়ে সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিনও চাওয়া হয়েছে। জুবায়েরকে জামিন দিতে গিয়ে এদিন সুপ্রিম কোর্ট জানিয়েছে, গ্রেফতারের ক্ষমতা সংযমের সঙ্গে ব্যবহার করতে হবে। আদালত আরো জানিয়েছে, জুবায়েরকে অনির্দিষ্টকালের জন্য হেফাজতে রাখা যাবে না।

সুপ্রিম কোর্ট জুবায়েরের বিরুদ্ধে নথিভুক্ত সমস্ত মামলা একত্রিত করার নির্দেশ দিয়েছে। এবার একটি মাত্র তদন্তকারী সংস্থা এই মামলার তদন্ত করবে। আদালত উত্তরপ্রদেশে নথিভুক্ত ৬টি এফআইআর দিল্লি পুলিশের স্পেশাল সেলে স্থানান্তর করেছে। এই মামলার তদন্তের জন্য গঠিত উত্তরপ্রদেশের এসআইটিও ভেঙে দেওয়া হয়েছে। যদিও সুপ্রিম কোর্ট মামলাটি খারিজ করতে অস্বীকার করে।

এর আগে, আদালতে শুনানির সময়, উত্তরপ্রদেশ সরকার জানায়, জুবায়ের উস্কানিমূলক টুইটের জন্য অর্থ পেতেন। পোস্ট বা টুইট যত বেশি উত্তেজক, তত বেশি অর্থ পেতেন তিনি।
জুবায়েরের পক্ষে আইনজীবী বৃন্দা গ্রোভার বলেন, জুবায়েরের বিরুদ্ধে একটি নতুন এফআইআর নথিভুক্ত করা হয়েছে এবং হাতরাস মামলা ছাড়া সমস্ত ক্ষেত্রে টুইটই একমাত্র বিষয়। তিনি বলেন, একটি টুইট সব ক্ষেত্রেই তদন্তের বিষয়। যেখানে এর আগে ২০১৮ সালের টুইট নিয়ে দিল্লিতে একটি এফআইআর হয়েছিল। এতে জামিনও পেয়েছেন জুবায়ের। তবে, দিল্লি পুলিশ তদন্তের পরিধি বাড়িয়ে ল্যাপটপ বাজেয়াপ্ত করে। জুবায়েরের তরফে আরও বলা হয়েছে, তাঁর টুইটের ভাষা উস্কানির সীমা অতিক্রম করে না।

Related Articles

Back to top button
error: