আন্তর্জাতিক করোনা সংক্রমণ রুখতে আজ থেকে সাতদিনের লকডাউন বাংলাদেশে By TDN Bangla - 5 April 2021 Facebook Twitter Pinterest WhatsApp Viber Email Print টিডিএন বাংলা ডেস্ক: করোনা সংক্রমণ রুখতে সাতদিনের লকডাউন জারি বাংলাদেশে। আজ সোমবার থেকেই তা কার্যকর করা হচ্ছে। গতকালই বাংলাদেশের সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, সোমবার থেকে সমস্ত গণপরিবহণ বন্ধ থাকবে। শুধুমাত্র জরুরি পরিষেবায় মিলবে ছাড়।