নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা, কলকাতা: আইপ্যাকের সদস্যদের আটক করে রাখার ঘটনায় ত্রিপুরায় যাবেন তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক ব্যানার্জি। শুক্রবার অভিষেকের যাওয়ার কথা। আগামী কাল ডেরেক ওব্রায়েন ও কাকলী ঘোষ দস্তিদার যাচ্ছেন ত্রিপুরায়। আগরতলায় গুঞ্জন, আসতে পারেন মমতা ব্যানার্জিও। ত্রিপুরায় সাংবাদিক সম্মেলন থেকে এমনই ইঙ্গিত দিলেন বাংলার মন্ত্রী ব্রাত্য বসু। তিনি জানান, পুরো বিষয়টি দিল্লি থেকে নজরে রাখছেন মুখ্যমন্ত্রী।মমতা ব্যানার্জির উদ্যোগেই বৃহস্পতিবার আগরতলায় যান ব্রাত্য বসু, মলয় ঘটক এবং ঋতব্রত ব্যানার্জি। আটক টিম পিকের সদস্যদের সঙ্গে কথা বলার পর একটি সাংবাদিক সম্মেলন করেন বাংলা থেকে যাওয়া তৃণমূল নেতারা। সেখানেই ব্রাত্য বসু জানান, বাংলায় ভোটের সময় ও তার আগে পরে বিজেপির হাজার হাজার নেতা মন্ত্রী বাংলায় এসেছেন। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাঁদের হোটেলবন্দী করে রাখেননি। তাঁদের ওপর নজরদারি চালাননি।
Related Articles
হরিয়ানায় নিহত সাবির মল্লিকের পরিবারের সাথে জামাআত নেতৃত্বের সাক্ষাৎ, ন্যায়বিচার দাবি
2 September 2024
পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস ও বিজেপির পারস্পরিক বোঝাপড়া ও মেরুকরণ আবারও সামনে চলে এসেছে: আইএসএফ
5 June 2024