রাজ্য

“স্থানান্তরের মামলার শুনানি হয় সিঙ্গল বেঞ্চে” নারদ মামলার শুনানিতে মন্তব্য অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তের

টিডিএন বাংলা ডেস্ক: রাজ্যের চার হেভিওয়েট নেতা মন্ত্রীর অন্তর্বর্তীকালীন জামিনের পর আজ ফের হাইকোর্টের পাঁচ বিচারপতির বৃহত্তর বেঞ্চে নারদ মামলার শুনানি হয়। এদিন পাঁচ বিচারপতির বৃহত্তর বেঞ্চে স্থানান্তর সংক্রান্ত মামলার শুনানির শুরুতেই এই মামলা সোনার এক্তিয়ার নিয়ে প্রশ্ন তোলেন অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত। তিনি বলেন,”এই মামলা শোনার এক্তিয়ার নেই বৃহত্তর বেঞ্চের। স্থানান্তরের মামলার শুনানি হয় সিঙ্গল বেঞ্চে। ডিভিশন বেঞ্চের বিচারপতিরা বৃহত্তর বেঞ্চে থাকতে পারেন না।”

এর পরিপ্রেক্ষিতে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তকে বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় প্রশ্ন করেন,”২ বিচারপতির সহমতের ভিত্তিতেই বৃহত্তর বেঞ্চ গঠিত হয়েছে। তাহলে বৃহত্তর বেঞ্চে শুনানিতে অসুবিধা কোথায়?” এ প্রসঙ্গে সিবিআইয়ের আইনজীবী ও সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন,”হাইকোর্টের বৃহত্তর বেঞ্চে মামলা বিচারাধীন। সুপ্রিম কোর্টে বলেছিল রাজ্য।”

এর পরিপ্রেক্ষিতে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তকে উদ্দেশ্য করে বিচারপতি হরিশ টন্ডন বলেন,”এখন আমাদের মামলা শুনতে দিন। যখন রায়দান হবে, তখন আপনার মতামত নেব। আপনার মতামত নিয়ে আমরা অবস্থান স্পষ্ট করব।”

প্রসঙ্গত, এদিন নারদ- মামলার স্থানান্তর নিয়ে সিবিআইয়ের আবেদনের ভিত্তিতে দুপুর দুটোয় শুনানি শুরু হয়। বিকেল চারটে নাগাদ এদিনের মতো শুনানি শেষ হয়। আগামী শুনানি মঙ্গলবার সকাল সাড়ে এগারোটায়।

Related Articles

Back to top button
error: