HighlightNewsদেশ

ওমিক্রনের জের! ৩১ জানুয়ারি পর্যন্ত বন্ধ আন্তর্জাতিক উড়ান

টিডিএন বাংলা ডেস্ক : দেশে কোভিড কিছুটা থিতু হতেই, চোখ রাঙাচ্ছে ওমিক্রন। এই পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনতে ৩১ জানুয়ারি পর্যন্ত আন্তর্জাতিক উড়ান বন্ধ রাখার সিদ্ধান্ত নিল সরকার।

বৃহস্পতিবার কেন্দ্রের তরফে সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল গুলিকে বলা হয়েছে, কোভিড মোকাবিলার জন্য ৮টি গুরুত্বপূর্ণ ওষুধের স্টক রাখতে। পাশাপাশি হাসপাতালে যেন রোগীদের চিকিৎসার জন্য যথেষ্ট বেড রাখা হয়। কেন্দ্রের আশঙ্কা, করোনার নতুন প্রজাতি ছড়িয়ে পড়লে কোভিড রোগীর সংখ্যা বৃদ্ধি পেতে পারে। যথেষ্ট পরিমাণ অক্সিজেন স্টক রাখতে বলেছেন কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ।

১৫ তারিখ থেকে আন্তর্জাতিক বিমান পরিষেবা চালু করার সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্র। ওই ঘোষণায় বলা হয়েছিল ১৪টি দেশে ভারত থেকে নিয়মিত বিমান চলাচল এখনই শুরু হবে না। সেই দেশগুলোর তালিকায় ছিল ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ড, ফিনল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল, বাংলাদেশের মত বেশ কিছু দেশ। কিন্তু ওমিক্রনের বাড়াবাড়ি দেখে সেই সিদ্ধান্ত থেকে সরে আসে কেন্দ্র। সিদ্ধান্ত হয়েছে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত নিয়মিত আন্তর্জাতিক যাত্রীবাহী বিমান পরিষেবা আগের মতোই বন্ধ থাকবে।

Related Articles

Back to top button
error: