HighlightNewsদেশ

সিডিএস রাওয়াতের মৃত্যুতে উল্লাস! আটক যুবক

টিডিএন বাংলা ডেস্ক : চপার দুর্ঘটনায় প্রয়াত হয়েছেন সিডিএস বিপিন রাওয়াত। তার মৃত্যুতে শোকের ছায়া গোটা দেশে। অথচ রাজস্থানের ২১ বছরের এক যুবক মর্মান্তিক এই খবরে উল্লাস প্রকাশ করেছিলেন। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট। যার জেরে তাকে আটক করেছে টঙ্ক পুলিশ।

জেনারেল রাওয়াতের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন ওই যুবক। সেই সঙ্গে জাওয়াদ খান নামে ওই যুবক লেখেন, জাহান্নামে যাওয়ার আগে তিনি আগুনে পুড়েছেন। ৮ তারিখ অর্থাৎ দুর্ঘটনার দিনই পুলিশ জানতে পারে ওই আপত্তিকর পোস্টের কথা। তাকে গ্রেফতার করার জন্য চারটি টিম গঠন করা হয়। পুলিশ জানিয়েছে, মৃত ওই যুবকের বাড়ি রাজ টকিজের কাছে। তার বাবার নাম আবদুল নক্কি খান।

শুধু তাই নয়। জাওয়াদের ইনস্টাগ্রাম প্রোফাইলেও বেশ কিছু আপত্তিকর ছবি পাওয়া যায় বলে জানিয়েছে পুলিশ। এর আগে ৬ ডিসেম্বর, বাবরি ধ্বংসের বর্ষপূর্তির দিনে সোশ্যাল মিডিয়ায় সে লেখে, সে হিংসার পথে বাবরি মসজিদ গঠন করতে চায়। এছাড়া কোনও উপায় নেই। জাওয়াদ মথুরার মুসলিম সম্প্রদায়ের উদ্দেশ্যে আহ্বান জানায়, তারা যেন শাহী ঈদগাহের জন্য হাতে অস্ত্র তুলে নেয়।

Related Articles

Back to top button
error: