HighlightNewsদেশ

ভ্যাকসিন নেওয়ার পরেই এইমসের নিরাপত্তারক্ষীর শরীরে দেখা দিলো এলার্জির উপসর্গ

টিডিএন বাংলা ডেস্ক: গতকাল থেকে শুরু হয়েছে সারাদেশে ভ্যাক্সিনেশনের কাজ। গতকাল দিনভর ভ্যাকসিনেশনের কাজ চলার পর কেন্দ্রের তরফ থেকে জানানো হয়েছিল ভ্যাকসিন নেওয়ার পর কোন ভ্যাকসিন গ্রাহকের শরীরে কোনো রকম পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয় নি। তবে জানা গেছে, দেশজুড়ে চলা এই ভ্যাক্সিনেশন প্রক্রিয়ার প্রথম দিনেই বেশকিছু স্বাস্থ্যকর্মীর শরীরে ভ্যাকসিন নেওয়ার পর পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

দিল্লির এইমস হাসপাতালের এক নিরাপত্তা রক্ষীর শরীরে ভ্যাকসিন নেওয়ার পর থেকেই লাল র‍্যাস বেরিয়েছে এবং তাঁর পালস রেট হঠাৎ করে কমে গিয়েছে। বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, ওই নিরাপত্তারক্ষীর বয়স ২০। গতকাল তাঁকে কোভ্যাকসিনের ডোজ দেওয়া হয়েছিল। এছাড়াও হাসপাতালের আরো ৯৪ জন স্বাস্থ্য কর্মীকে কোভ্যাকসিনের করোনার ডোজ দেওয়া হয়েছিল। তবে একমাত্র ওই নিরাপত্তারক্ষী ছাড়াহাসপাতালে আর অন্য কোন স্বাস্থ্যকর্মীর শরীরে কোনো রকম পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়নি।

প্রসঙ্গত, ভারত বায়োটেকের কোভ্যাকসিন নিয়ে আগেও প্রশ্ন তুলেছিলেন চিকিৎসক মহলের একাংশ। জরুরী ভিত্তিতে কোভিশিল্ড এবং কোভ্যাকসিন ব্যবহারের অনুমতি দিয়েছে ড্রাগ কন্ট্রোলার বোর্ড। গতকাল থেকে শুরু হওয়া ভ্যাক্সিনেশনের প্রথম দিনেই দেশের ১২টি রাজ্যে স্বাস্থ্যকর্মী ও করোনা যোদ্ধাদের কোভ্যাকসিন দেওয়া হয়। এরমধ্যে দিল্লিতে মোট ৪৩১৯ জনকে টিকা দেওয়া হয়েছে। দিল্লির মোট ৮১টি জায়গায় টিকাকরণ কর্মসূচি চলেছে। দিল্লিতে টিকা নেওয়ার পর মোট ৫১ জনের শরীরে মৃদু পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গিয়েছে বলে জানা গেছে।

Related Articles

Back to top button
error: