ফের বলিউডে শোকের ছায়া; আত্মঘাতী হলেন বলিউড অভিনেতা আসিফ বসরা

ছবি সৌজন্যে স্টুডিও জেপি এবং সেলিব্রেটি ম্যানেজমেন্ট।

টিডিএন বাংলা ডেস্ক: ফের বলিউডে শোকের ছায়া। বলিউড অভিনেতা আসিফ বসরা আত্মহত্যা করেছেন। তবে ঠিক কি কারণে তিনি আত্মঘাতী হয়েছেন সে ব্যাপারে এখনো কোনো স্পষ্ট কারণ জানা যায়নি। হিমাচল প্রদেশের কাঙ্গড়ার ধর্মশালার ম্যাকলিউডগঞ্জের একটি ক্যাফেতে আত্মহত্যা করেছেন প্রখ্যাত বলিউড অভিনেতা আসিফ বসরা। কাঙ্গড়া পুলিশের এসএসপি বিমুক্ত রঞ্জন এই ঘটনা নিশ্চিত করেছেন। তিনি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, চলচ্চিত্র অভিনেতা আসিফ বসরার মৃতদেহ ধর্মশালার একটি ব্যক্তিগত পরিসরে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। ঘটনাস্থলে ইতিমধ্যেই পৌঁছে গেছে ফরেনসিকের টিম। পুলিশ এই মামলার তদন্ত করছে।

সম্প্রতি, অ্যামাজন প্রাইম ভিডিও ওয়েব সিরিজ ‘পাতাললোক’-এ অভিনয় করতে দেখা গিয়েছিল আসিফ বসরাকে। এর আগে ‘ব্ল্যাক ফ্রাইডে’ ‘পারজানিয়া’, ‘ওয়ান্স আপন এ টাইম ইন মুম্বাই’, ‘জব উই মেট’-এর মতো একাধিক চলচ্চিত্রে নিজের অভিনয় দক্ষতা দেখিয়েছেন বলিউডের প্রখ্যাত অভিনেতা।