Highlightদেশ

অগ্নিবীরদের পেনশন পাওয়ার অধিকার নেই, তাহলে জনপ্রতিনিধিদের কেন? প্রশ্ন বরুণ গান্ধীর

টিডিএন বাংলা ডেস্ক: বিজেপি সাংসদ বরুণ গান্ধী অগ্নিবীরদের পেনশন না পাওয়ার নিয়মের আপত্তি জানিয়ে তাঁর পেনশন ছেড়ে দেওয়ার প্রস্তাব দিয়েছেন। এবিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করে বরুণ গান্ধী লেখেন,”স্বল্প মেয়াদে চাকরি করা অগ্নিবীর পেনশনের অধিকারী নন, তাহলে জনপ্রতিনিধিদের এই “সুবিধা”কেন? ন্যাশনাল গার্ডদের যদি পেনশন পাওয়ার অধিকার না থাকে, তাহলে আমি আমার নিজের পেনশন ছেড়ে দিতেও প্রস্তুত। আমরা বিধায়ক/সাংসদরা কি আমাদের পেনশন ছেড়ে দিতে পারি না এবং নিশ্চিত করতে পারি না যে অগ্নিবীররা পেনশন পাবেন?”

Related Articles

Back to top button
error: