HighlightNewsদেশ

সনাতন ধর্ম বিতর্কে মতভেদের জেরে তামিলনাড়ুতে বিজেপির সঙ্গ ছাড়ল এআইএডিএমকে, ইন্ডিয়া জোট বিপাকে পড়লেও লাভবান স্ট্যালিনের দল

টিডিএন বাংলা ডেস্ক: সনাতন ধর্ম বিতর্কে পরস্পর বিরোধী অবস্থান নিয়ে সংঘাত চলছিলই। অবশেষে সেই মতভেদের জেরে তামিলনাড়ুতে বিজেপির সঙ্গ ছাড়ল তাদের জোট শরিক এবং তামিলনাড়ুর প্রধান বিরোধী দল এআইএডিএমকে। দক্ষিণের ওই রাজ্যে এই ২টি বিরোধী দলের যে রাজনৈতিক অবস্থা তাতে কোনো দলই একক ভাবে লড়াই করলে ভোটে জয়ী হওয়ার মতো অবস্থায় নেই বলেই মনে করা হচ্ছে। ফলে আগামীতে নির্বাচনে তারা কি একাই লড়াই করবে না আসন সমঝোতা হবে তা নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। সনাতন ধর্ম বিতর্কে ব্যাপক ভাবে প্রচার প্রপাগান্ডা চালানোর ফলে জাতীয় পর্যায়ে বেশ লাভবান হয়েছে শাসকদল বিজেপি। কিন্তু এই ঘটনায় ওই রাজ্যে বিপাকে পড়ে গিয়েছে বিজেপি। অন্যদিকে এই বিতর্কে বিরোধীদলীয় জোট ‘ইন্ডিয়া’ জাতীয় পর্যায়ে বিপাকে পড়লেও তামিলনাড়ুতে ঘরোয়া রাজনীতিতে লাভবান হচ্ছে স্ট্যালিনের দল ডিএমকে।

কেন বিজেপির সঙ্গে জোট ভাঙল এআইএডিএমকে?

জানা গিয়েছে, সনাতন ধর্ম বিতর্কে বিজেপি নেতাদের পেরিয়ার, সিআর আন্নাদুরাইয়ের মতো প্রাতঃস্মরণীয় নেতাদের আক্রমণ করাকে কেন্দ্র করেই প্রধান বিরোধী দল এআইএডিএমকের সঙ্গে তামিলনাড়ুর বিজেপি সভাপতি কে আন্নামালাই এর বিরোধের সূত্রপাত। কে আন্নামালাই রাজ্যের প্রবাদ প্রতীম দ্রাবিড় নেতাদের নাম ধরে সম্প্রতি গুরুতর অভিযোগ করেন। বলেন, এই নেতারা সনাতন ধর্ম সম্পর্কে তামিলনাড়ুর মানুষকে বছরের পর বছর ভুল পথে চালিত করেছেন। বিজেপি নেতার এই বক্তব্যের বিরুদ্ধে পথে নেমেছে ডিএমকে। জয়ললিতার দলের বিপদ বেড়েছে, দ্রাবিড় নেতাদের অবমাননা নিয়েই।
আসলে ডিএমকে এবং এআইএডিএমকে দুই দলেরই আইকন পেরিয়ার, আন্নাদুরাইরা। স্বভাবতই বিজেপি নেতাদের মুখে দ্রাবিড় জাতীয়তাবাদী আন্দোলনের প্রাণপুরুষদের নিন্দা মন্দ নিয়ে পাল্টা সরব হতে হয়েছে জয়ললিতার পার্টির নেতাদের।

Related Articles

Back to top button
error: