বিজেপির সঙ্গে হাত মিলিয়েছেন এআইএমআইএমএর সভাপতি আসাদুদ্দিন ওয়েসি; দাবি বিহার কংগ্রেসের সভাপতি মদনমোহন ঝা-এর

টিডিএন বাংলা ডেস্ক: ৭ তারিখ বিহার বিধানসভার তৃতীয় এবং শেষ পর্যায়ের ভোট গ্রহণ প্রক্রিয়া হবে। এই শেষ চরণে বিহারের সীমান্তবর্তী অঞ্চল গুলি অন্তর্ভুক্ত। যেখানে অনেক বেশি সংখ্যায় মুসলিম জনসংখ্যা রয়েছে এবং একাধিক আসনে এআইএমআইএমএর নির্বাচিত প্রতিনিধিরা রয়েছেন। এই পরিস্থিতিতে বিহারের বিধানসভা নির্বাচনের তৃতীয় পর্যায়ের ঠিক দু’দিন আগে এমআইএম এর বিরুদ্ধে বড়োসড়ো অভিযোগ করলেন বিহার কংগ্রেসের সভাপতি মদনমোহন ঝা। তাঁর অভিযোগ, বিজেপির সঙ্গে হাত মিলিয়েছেন এআইএমআইএমএর সভাপতি আসাদউদ্দিন ওয়েসি। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের কাছে সাক্ষাৎকার দেওয়ার সময়, এমনটাই দাবি করেন বিহার কংগ্রেসের সভাপতি মদনমোহন ঝা। এআইএমআইএমকে বিজেপির “বি টিম” বলে উল্লেখ করে তিনি বলেন আসাদউদ্দিন ওয়েসি নেতৃত্বাধীন এই দল বিহার বিধানসভা নির্বাচনেকোন ফলাফল দেখতে পাবে না তার কারণ মানুষ তাদেরকে ভোট দিয়ে নিজেদের বহুমূল্য ভোট নষ্ট করতে চান না। পাশাপাশি তিনি বলেন এআইএমআইএম কোনভাবেই কংগ্রেসের ভোট কাটতে পারবে না। তাঁর দাবি, তেজস্বী যাদবের নেতৃত্বে মহাজোট এই নির্বাচনে সম্পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা পাবে এবং ২০১৫-এর থেকে অনেক ভাল ফলাফল করবে।