HighlightNewsদেশ

‘অগ্নিপথ প্রকল্প’ বাতিলের দাবিতে দিল্লীতে আইসা-আরওয়াইএ-র বিক্ষোভ, আটক নেতা-কর্মীরা

টিডিএন বাংলা ডেস্ক: এবার ‘অগ্নিপথ প্রকল্প’ বাতিল করার দাবি নিয়ে দিল্লীতে আইটিওর সামনে বিক্ষোভ দেখাল আইসা ও আরওয়াইএ। অভিযোগ ওই বিক্ষোভ থেকে বলপূর্বক আইসা ও আরওয়াইএ-এর নেতা-কর্মীদের আটক করে দিল্লি পুলিশ। মিছিল থেকে “অগ্নিপথ প্রকল্প বাতিল করো, অস্থায়ী নিয়োগ ও চুক্তিভিত্তিক নিয়োগ নিপাত যাক, যুব সম্প্রদায়ের জন্য স্থায়ী ও মর্যাদাপূর্ণ কর্মসংস্থান নিশ্চিত করো” প্রভৃতি স্লোগান ওঠে। তারা এই অগ্নিপথ প্রকল্পকে বাতিল না করা হলে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

তারা দাবি করেন, ‘অগ্নিপথ প্রকল্প সেনাবাহিনীতে স্থায়ী চাকরির পরিসমাপ্তি এবং সেনা জওয়ানদের ব্যাপক হারে অস্থায়ীকরণ চালু করার একটি নকশা ছাড়া কিছুই নয়।’ পাশাপাশি তাদের অভিযোগ, ‘মোদি সরকার প্রতিটি ক্ষেত্রে অস্থায়ীকরণ এবং চুক্তিভিত্তিক নিয়োগ কার্যকর করে বেকার যুবদের লক্ষ লক্ষ স্থায়ী চাকরি ধ্বংস করেছে। দেশীয় সম্পদ অর্থাৎ রাষ্ট্রায়ত্ব সংস্থা, রেল, বিমান, কয়লা এবং ইস্পাত-এই ক্ষেত্রগুলিকে কর্পোরেটদের কাছে বেঁচে দিয়ে বেকার যুবকদের মর্যাদাপূর্ণ কর্মসংস্থানের সমস্ত সুযোগকে গলাটিপে হত্যা করেছে। এখন মোদি সরকার মর্যাদাপূর্ণ চাকরির অধিকার, চাকরির স্থায়ীত্ব, ভারতীয় সেনা জওয়ান, যারা আক্ষরিক অর্থেই সবচেয়ে কঠিন পরিস্থিতিতে কাজ করে, তাদের অবসরকালীন ভাতার অধিকার কেড়ে নিতে শুরু করেছে।’

Related Articles

Back to top button
error: