HighlightNewsদেশ

অসমে করোনা আক্রান্তদের স্বার্থে মুখ্যমন্ত্রীর তহবিলে সাড়ে ৫৮ লক্ষ দান করলেন এআইইউডিএফ সুপ্রিমো, কোভিড আক্রান্তদের সহায়তায় চালু হলো “হ্যালো আজমল”

টিডিএন বাংলা ডেস্ক: অসমের সদ্য অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনের লড়াইয়ে যে বদরুদ্দিন আজমলকে পরাস্ত করতে মুঘলদের শাসন কায়েমের গল্প শুনিয়েছিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, বিপদের সময় মুখ্যমন্ত্রীর আহবানে করোনায় আক্রান্ত মানুষের সহায়তায় মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে সাড়ে ৫৮ লক্ষ টাকার চেক তুলে দিয়ে নজির তৈরি করলেন এআইইউডিএফ সুপ্রিমো মাওলানা বদরুদ্দিন আজমালের পুত্র সিরাজ উদ্দিন আজমল। বিধানসভা নির্বাচনের লড়াইয়ের ময়দানে নয়া দায়িত্বপ্রাপ্ত অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বদরুদ্দিন আজমলকেই অসম থেকে হাজার মাইল দূরে ঠেলে দেওয়ার কথা বলেছিলেন। এমনকি আজমলকে নিশানা করে হিমন্ত বিশ্ব শর্মা বলেছিলেন, এবারের নির্বাচনী লড়াই ৩৫ শতাংশ (মুসলিম) বনাম ৬৫ শতাংশের (হিন্দু)। এরপরে বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশ হয়েছে। ফের বিপুল ভোটে জয়লাভ করে ক্ষমতায় এসেছে বিজেপি। তবে ভেঙে পড়েনি বদরুদ্দিন আজমল ও তার নেতৃত্বাধীন দল এআইইউডিএফ। তাঁরা যে মোটেই সাম্প্রদায়িকতায় বিশ্বাসী নন বরং সব ধর্মের মানুষের পাশে দাঁড়াতে সদা আগ্রহী তা আবারও প্রমাণ করে দিলেন তাঁরা।

সম্প্রতি করোনার মোকাবিলা করতে বিভিন্ন জনের কাছ থেকে সহায়তার আবেদন জানান সদ্য দায়িত্বপ্রাপ্ত অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সেই আহবানে সাড়া দিয়ে মুখ্যমন্ত্রী কোভিড ত্রাণ তহবিলে ৫৮ লক্ষ ৫০ হাজার টাকার চেক তুলে দিয়েছেন আজমল পুত্র সিরাজউদ্দিন আজমল। তবে শুধুমাত্র মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে টাকা দিয়েই ক্ষান্ত হননি আজমল পরিবার। করোনার আবহে কোভিড আক্রান্তদের পাশে দাঁড়াতে এক অভিনব প্রকল্প চালু করেছে আজমল ফাউন্ডেশন। এই প্রকল্পের নামকরণ করা হয়েছে “হ্যালো আজমল”। এর জন্য দেওয়া হয়েছে দুটি নির্দিষ্ট ফোন নম্বর।ওই নম্বরে ফোন করলেই কোভিড আক্রান্ত ব্যক্তি ও তাঁর পরিবারের কাছে পৌঁছে যাচ্ছে সব ধরনের চিকিৎসা ওষুধ এবং খাবার।এমন কি কোন পরিবারের উপার্জনকারী ব্যক্তি যদি করোনা আক্রান্ত হয়ে থাকেন তাহলে ফোন করলেই তার পরিবারের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে খাদ্য সামগ্রী। সোমবার থেকে এই নয়া প্রকল্পের সূচনা করেছেন আজমল সিএসআর-এর ন্যাসরক্ষী সিরাজউদ্দিন আজমল।

 

Related Articles

Back to top button
error: