HighlightNewsরাজ্যশিক্ষা ও স্বাস্থ্য

ধর্মীয় শিক্ষা ও আধুনিক শিক্ষার মিলন ঘটাতে চায় আল ফালাহ মাহাদ মাদ্রাসা

নিজস্ব সংবাদ, টিডিএন বাংলা : উত্তর ২৪ পরগনা জেলার বাদুড়িয়া থানার অন্তর্গত প্রত্যন্ত গ্রাম আহমাদ নগরে আল ফালাহ মাহাদ মাদ্রাসায় খতমে বুখারী ও পাগলি প্রদানের উদ্দেশ্যে ২১ শে ফাল্গুন রবিবার অনুষ্ঠিত হলো মহতি বাৎসরিক জলসা। এদিন ওই মাদ্রাসায় মাওলানা শেষ করা ১২ জন ছাত্র ও হাফেজ শেষ করা ১৩ জন ছাত্রকে পাগড়ী প্রদান করা হয় এই অনুষ্ঠান থেকে।

এদিনের এই পাগড়ী প্রদান অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে মাদ্রাসারই শাইখুল হাদিস মুফতি বাহাউদ্দীন সাহেব বলেন, ‘আমাদের এই দুরাবস্থার কারণ হচ্ছে আমরা দ্বীনি শিক্ষা এবং দুনিয়াবী শিক্ষা অর্থাৎ জেনারেল শিক্ষাকে আলাদা করে দিয়েছি। যার ফলে যারা মাদ্রাসা থেকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত হয়েছেন তারা দুনিয়াতে চলতে পারছেন না। অন্যদিকে যারা জেনারেল শিক্ষায় শিক্ষিত হচ্ছেন তাদের আখেরাত বরবাদ হচ্ছে। এই সমস্যার সমাধানের উদ্দেশ্যেই আমাদের এই মাদ্রাসার পথ চলা।’ আল ফালাহ মাহাদ মাদ্রাসার সম্পাদক মুফতি জুবায়ের কাসেমী সাহেব বলেন, ‘আমাদের এই মাদ্রাসা তৈরির উদ্দেশ্য হচ্ছে এখান থেকে ছাত্ররা একদিকে যেমন আলেম হবেন। অন্যদিকে তেমনি মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার হবেন। আর এই বৃহত্তর স্বপ্ন নিয়েই আমরা এই মাদ্রাসা প্রতিষ্ঠা করেছি।

Related Articles

Back to top button
error: