HighlightNewsদেশ

পশ্চিমবঙ্গে জায়গা করে নিয়েছে আলকায়দা বাহিনী; কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর এমনটাই জানালেন রাজ্যপাল জগদীপ ধনখড়

টিডিএন বাংলা ডেস্ক: পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড় আজ দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করতে যান। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর একটি সাংবাদিক সম্মেলন করে পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড় জানান,”বাংলায় নিরাপত্তার কি অবস্থা তা সবাই জানে। “আল কায়দা” পা জমিয়েছে বাংলার মাটিতে। বিস্ফোরক বানানোর কারখানা তৈরি হয়েছে।

রাজ্যপাল জগদীপ ধনখড় রাজ্যের শাসক দল তৃণমূলের বিরুদ্ধে আক্রমণ চালিয়ে এই সাংবাদিক সম্মেলনে বলেন,”আমি রাজনৈতিক প্রতিহিংসার সম্পর্কে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে রিপোর্ট জমা দিয়েছি। বাংলা সম্ভবত একমাত্র রাজ্য যেখানে রাজ্য নিরাপত্তা উপদেষ্টা রয়েছেন। এ কারণেই আমি বলি যে পুলিশের রাজনীতিকরণ হয়ে গেছে। পুলিশ বাংলার সরকারকে নিজেদের কব্জায় নিয়ে নিয়েছে।”

তিনি আরো বলেন,”পশ্চিমবঙ্গে ভারত মায়ের সন্তানদের বহিরাগত বলা হয় কারণ তারা বাংলার মাটির নন এতে আমি দুঃখ পাই। কোন ভারতীয়কে বহিরাগত বলা সংবিধান বিরোধী। আমাকে অ্যাক্টিভ রাজ্যপাল বলা হয় কিন্তু আমি যাই বলি তা সাংবিধানিক সীমাবদ্ধতার মধ্যে থেকে বলি।”

 

 

 

Related Articles

Back to top button
error: