নিজস্ব সংবাদ, টিডিএন বাংলা: আজ মঙ্গলবার আলিয়া বিশ্ববিদ্যালয়ের নিউটাউন ক্যাম্পাসে প্রায় ১ কোটি টাকা বাজেটের দ্বারোদঘাটন করলেন রাজ্যের সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী গোলাম রাব্বানী। তার সঙ্গে উপস্থিত ছিলেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি আবু তাহের কামরুদ্দিন, রাজারহাট বিধানসভার বিধায়ক তাপস চ্যাটার্জী সহ অন্যান্য অতিথি বৃন্দ। একইসঙ্গে এদিন এই উপলক্ষ্যে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে। সেখানে বিশ্ববিদ্যালয়ের উন্নতি কল্পে বিভিন্ন প্রকল্প ও পদক্ষেপের কথা বলেন মন্ত্রী গোলাম রব্বানি। আলিয়া বিশ্ববিদ্যালয়ের উন্নতি নিয়ে গর্ব প্রকাশ করেন তিনি। এছাড়া আলিয়া বিশ্ববিদ্যালয়ের একটি এ্যাম্বুলেন্স পরিষেবা চালু করার আশ্বাস দেন বিধায়ক তাপস চ্যাটার্জী। তার বিধানসভা এলাকায় আলিয়ার মত একটি বিশ্ববিদ্যালয় থাকায় তিনি খুবই গর্বিত বলে মন্তব্য করেন তাপস চ্যাটার্জী।
কিন্তু এই ভাবে আলিয়ার প্রকৃত উন্নয়ন হচ্ছে কি প্রশ্ন তুলছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরই একাংশ। আলিয়া বিশ্ববিদ্যালয়েরই ছাত্র ইরফান বলেন, “সুন্দর একটি দ্বারোদঘাটন হয়েছে এটা খুব ভালো কথা। কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়ের বেহাল শিক্ষা পরিকাঠামোর উন্নয়ন কবে হবে? কেন আজও পর্যন্ত ন্যাক ভিজিট করানো হল না? বিভিন্ন বিভাগে শিক্ষকের অভাব আছে অথচ শিক্ষক নিয়োগ হচ্ছে না। আমরা এই অব্যবস্থার জন্য প্রতিবাদ জানাচ্ছি।” অপর এক ছাত্র আনিসুর বলেন, “বিশ্ববিদ্যালয়ের একটি গেট তো খুবই প্রয়োজন ছিল, তাই এই গেট তৈরির জন্য আমরা রাজ্য সরকারের প্রশংসা করছি। কিন্তু একই সঙ্গে আলিয়ার বিভিন্ন সমস্যাগুলির দ্রুত সমাধানেরও দাবি জানাচ্ছি।”