টিডিএন বাংলা ডেস্ক: বিজেপির যুব মোর্চার সব জেলা কমিটি বাতিল করে দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। শুক্রবার তিনি এই ঘোষণা করেন। আর যা নিয়েই যুব মোর্চার নেতা সৌমিত্র খাঁয়ের সঙ্গে প্রকাশ্যে দিলীপ ঘোষের দ্বন্দ্ব প্রকাশ্য এলো বলেই মনে করছে রাজনৈতিক মহল। উল্লেখ্য, ২০২১ সালে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে যুব মোর্চার জেলা কমিটি গঠন করেন যুব মোর্চার রাজ্য সভাপতি তথা বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ। এরপরই জেলায় জেলায় সংগঠন মজবুত করার লক্ষ্যে যুব মোর্চা কমিটি ঢেলে সাজানোর উদ্যোগ নেন। সম্প্রতি নতুন কমিটিও ঘোষিত হয়েছে। আর এরই মাঝে সেই জেলা কমিটিগুলি বাতিল করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তাতেই শুরু হয়েছে বিতর্ক।