Highlightদেশ

টিভি চ্যানেলের বিতর্কে অংশগ্রহণ না করার জন্য উলামাদের কাছে আবেদন জানাল অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড

টিডিএন বাংলা ডেস্ক: অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’বোর্ড উলামা ও বুদ্ধিজীবীদের টিভি বিতর্কে অংশগ্রহণ না করার জন্য আহ্বান জানিয়েছে। বোর্ডের পক্ষ থেকে একটি পত্র জারি করে বলা হয়েছে, সেসমস্ত টিভি বিতর্কে অংশগ্রহণ করবেন না যেগুলির উদ্দেশ্য ইসলামকে নিয়ে ঠাট্টা করা। টিভি বিতর্কে অংশগ্রহণ করে তাঁরা ইসলাম ও মুসলমানদের কোনো সেবা করতে পারছেন না, বরং তাকে উপহাস করছেন।

বোর্ডের তরফ লেখা ওই চিঠিতে আরো বলা হয়েছে, এ ধরনের কর্মসূচির উদ্দেশ্য কোনো সিদ্ধান্তে পৌঁছানো নয়, বরং তাদের উদ্দেশ্য ইসলাম ও মুসলমানদের ব্যঙ্গ করা। এই চ্যানেলগুলো নিজেদেরকে ন্যায্য দেখানোর জন্য মুসলিমদের বিতর্কে অংশগ্রহণ করায় এবং আমাদের উলামা ও বুদ্ধিজীবীরা এই ষড়যন্ত্রের শিকার হয়। আমরা যদি এসব অনুষ্ঠান ও চ্যানেল বয়কট করি, তাহলে শুধু তাদের টিআরপিই কম হবে না, তারা তাদের উদ্দেশ্যে চরমভাবে ব্যর্থ হবে।

Related Articles

Back to top button
error: