HighlightNewsদেশ

“সমস্ত কেন্দ্রীয় মন্ত্রীরা বরযাত্রী নিয়ে পৌছে গেছেন কিন্তু বাংলায় এদের বর কে?” বিজেপিকে কটাক্ষ করলেন তেজস্বী যাদব

টিডিএন বাংলা ডেস্ক: পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে নীলবাড়ি দখলের লড়াইয়ে বিজেপির হেভিওয়েট কেন্দ্রীয় নেতৃত্বরা বারবার বঙ্গ সফরে এলেও এখনো পর্যন্ত দলের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঘোষিত হয়নি। এরই মধ্যে গতকাল বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করেন আরজেডি নেতা তেজস্বী যাদব। শুধু তাই নয় বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু যাদবের নির্দেশে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কে বিধানসভা নির্বাচনে সম্পুর্ন সমর্থন করার কথা বলেন বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী ও লালু যাদবের পুত্র তেজস্বী যাদব। এরপরেই আজ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী প্রসঙ্গে কটাক্ষ করেন তেজস্বী যাদব।

তিনি বলেন,”বিজেপি এত বড় একটি দল। সমস্ত কেন্দ্রীয় মন্ত্রীদের নিয়ে বিজেপি বাংলায় বরযাত্রী নিয়ে এসেছে। এদের বর কে? যে কোন একজন বিজেপি নেতার নাম বলুন যিনি সরকার পরিচালনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে বেশি অভিজ্ঞ। যিনি তাদের বিধানসভার অভিজ্ঞতাই নেই তাদের হাতে কিভাবে আপনি ক্ষমতা হস্তান্তর করবেন?”

Related Articles

Back to top button
error: