HighlightNewsদেশ

তিনটি কৃষি আইনই কৃষক বিরোধী, আমরা এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাব; জানালেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংহ

টিডিএন বাংলা ডেস্ক: পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংহ কৃষি আইন প্রসঙ্গে ফের একবার কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছেন। তিনি বলেন, তিনটি কৃষি আইনই কৃষক বিরোধী।এই আইনের বিরুদ্ধে পাঞ্জাব সরকারের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে যাওয়া হবে বলেও জানান তিনি। কেন্দ্রের উদ্দেশ্যে ক্যাপ্টেন অমরিন্দর সিংহ বলেন, যখন কৃষকরা এই আইন প্রত্যাহারের দাবি জানাচ্ছেন তখন আপনি আইন প্রত্যাহার করতে পারেন এবং তাদের কোন আইন চাই সেই বিষয়ে পরে কৃষক সংগঠনের সাথে কথা বলতে পারেন। কিন্তু রাজ্যের শান্তি ফিরিয়ে আনার জন্য এবং আন্দোলনরত কৃষকদের বাড়ি ফিরিয়ে আনার জন্য আইন গুলিকে রদ করুন।

পাঞ্জাবের মুখ্যমন্ত্রী বলেন,”কোন আইনে এমন পবিত্রতা থাকে না যে তাকে আর স্পর্শ করা যাবে না। উদাহরণস্বরূপ, ১৯৫০ সালে সংবিধান পেশ করার পর ১০০ বার সংবিধানের সংশোধন করা হয়েছে। এমনকি কারণ আছে যে এই আইন প্রত্যাহার করা যাবে না এবং আপনাকে যখন এটা ফেরত নিতেই হবে।”

শুধু তাই নয়, সংবাদমাধ্যমকে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি আরো বলেন, “প্রধানমন্ত্রী স্তরে এই সমস্যার সমাধান করা উচিত। কোন আর নিজের মন্ত্রীদের এবং স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এ বিষয়ে কথা বলা উচিত এবং সমাধান বার করা উচিত। প্রধানমন্ত্রীকেই আদতে সমাধান বার করতে হবে।”

তিনি আরো বলেন,”রাজ্যে আইন ব্যবস্থা বজায় রাখা আমার কর্তব্য এবং আমি কোন প্রকার সমস্যা সৃষ্টি হতে দেব না। আমি অপারেশন ব্লু স্টার, সন্ত্রাসবাদের সময়, মুখ্যমন্ত্রীর হত্যা হতে দেখেছি। পাকিস্তান প্রতিদিন ড্রোন পাঠাচ্ছে। সেগুলি পাঞ্জাব বা কাশ্মীরেই দেখা যাচ্ছে।”

Related Articles

Back to top button
error: