HighlightNewsরাজ্যশিক্ষা ও স্বাস্থ্য

শিক্ষক বদলির ক্ষেত্রেও দুর্নীতির অভিযোগ! বদলি দুর্নীতি মামলায় ৩০ জন প্রাথমিক শিক্ষককে ডেকে পাঠাল সিবিআই

টিডিএন বাংলা ডেস্ক: এসএসসি, এমএসসি, টেট সহ বিভিন্ন দুর্নীতির পর এবার শিক্ষক বদলির ক্ষেত্রেও দুর্নীতির অভিযোগ উঠেছে এই রাজ্যে। সেই বদলি বা পোস্টিং ‘দুর্নীতি’ মামলায় আজ সোমবার নিজাম প্যালেসে ৩০ জন প্রাথমিক শিক্ষককে ডেকে পাঠাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। প্রাথমিক শিক্ষক হিসাবে তাঁদের পোস্টিংয়ে কোনও কারচুপি হয়েছিল কি না, সেই বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে এই ৩০ জনকে।

এদিকে শিক্ষক বদলির ক্ষেত্রে দুর্নীতি সংক্রান্ত একটি মামলায় কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইকে প্রয়োজনে ৩৪৪ জন প্রাথমিক শিক্ষককেই জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন। অন্যদিকে সিবিআই সূত্রে জানা গিয়েছে, ৩৪৪ জনকে একে একে জিজ্ঞাসাবাদ করার পরিকল্পনা নিয়েছে। সোমবার হুগলির ৩০ জন শিক্ষককে তাই তলব করা হয়েছে।

Related Articles

Back to top button
error: