রাজ্য
আজ জঙ্গলমহলে জনসভা অমিত শাহের
টিডিএন বাংলা ডেস্ক: আজ জঙ্গলমহলে জনসভা করবেন অমিত শাহ। গতকালই রাজ্যে এসে খড়গপুরের রোড শো করেন তিনি। আজ সোমবার ঝাড়গ্রামের সার্কাস ময়দানে সকাল ১১টা নাগাদ জনসভার পাশাপাশি বাঁকুড়ার রানিবাঁধ বিধানসভার খাতরায় নির্বাচনী সভা করবেন তিনি।