HighlightNewsআন্তর্জাতিকদেশ

বিপদের মধ্যেও সাহায্যের নজির, রোমানিয়া সীমান্তে নিরাপদে পাক ছাত্রীকে পৌঁছে দিলেন ভারতীয় তরুণ

টিডিএন বাংলা ডেস্ক : যুদ্ধকালীন পরিস্থিতিতে সবাই যখন নিজের প্রাণ নিয়ে চিন্তিত, সেই সময় এক অসামান্য নজির সৃষ্টি করলেন ভারতীয় তরুণ অঙ্কিত যাদব। নিজের প্রাণের কথা চিন্তা না করে কিয়েভ থেকে রোমানিয়া সীমান্তে নিরাপদে এক তরুণীকে পৌঁছে দিলেন তিনি। একটি সংবাদ সংস্থাকে অঙ্কিত জানিয়েছেন, গত ২৪ ফেব্রুয়ারি একটি বাংকারে ওই পাক তরুণীর সঙ্গে তাঁর পরিচয় হয়। ওই বাংকারে তিনি একমাত্র ভারতীয় ছিলেন। অন্যদিকে, ওই তরুণীও ছিলেন একমাত্র পাক নাগরিক। বাকিরা সবাই ইউক্রেনের বাসিন্দা। কিভাবে দেশে ফেরা সম্ভব হবে তা নিয়ে দুজনেই দিশেহারা ছিলেন। তার ওপরে ভাষাগত সমস্যার কারণে বাকিদের সঙ্গে কথা বলা সম্ভব ছিল না। এই পরিস্থিতিতে তাঁরা ঠিক করেন তাঁরা যেভাবেই হোক কিয়েভ ছেড়ে বেরিয়ে পড়বেন। ২৬ ফেব্রুয়ারি তাঁরা একবার কিয়েভ ছেড়ে বেরিয়ে আসার চেষ্টা করেন কিন্তু কার্ফু থাকার জন্য তাঁদের সেই চেষ্টা সফল হয়নি।

ভারতে ফিরে আসার পরে দিল্লি বিমানবন্দরে নেমে এক সর্বভারতীয় সংবাদসংস্থাকে নিজের সেই অভিজ্ঞতার কথা জানান অঙ্কিত যাদব। তিনি জানান, বাংকারে থাকাকালীন চরম খাদ্যকষ্টের সম্মুখীন হতে হয়েছে তাঁদের। এরপর ২৮ ফেব্রুয়ারি কারফিউ তুলে নেওয়া হলে পাকদূতাবাস থেকে ওই পাক ছাত্রীর মোবাইলে একটি ফোন আসে। ওই তরুণী দূতাবাসকে জানান, যে তাঁর সঙ্গে পাকিস্তানের কেউ নেই। এটা জানার পরে পাক দূতাবাসের অফিসাররা ভারতীয় ছাত্র অঙ্কিতকে অনুরোধ করেন ওই ছাত্রীকে সীমান্তে পৌঁছে দেওয়ার জন্য। সেই অনুরোধ শুনে পাক ছাত্রীকে নিয়ে অঙ্কিত পাঁচ কিলোমিটার হেঁটে ট্রেনে উঠে কোনরকমে তাঁরা রোমানিয়ার দিকে যাত্রা করেন। এরপর আবার ওই তরুণীর সঙ্গে পাক দূতাবাসের যোগাযোগ হলে তাঁরা একটি ট্যাক্সি ও বাসের ব্যবস্থা করে ওই তরুণীকে রোমানিয়া সীমান্তে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। সেখান থেকেই পাক বিমান ধরেন ওই তরুণী।

Related Articles

Back to top button
error: