নিজস্ব সংবাদ, টিডিএন বাংলা : আর মাত্র কয়েকটা ঘন্টা অতি বাহিত হওয়ার পালা। তারপরে আসবে সেই বহু আকাঙ্খিত ঈদুল আযহারের মহাক্ষণ। উপমহাদেশ জুড়ে পালিত হবে ঈদ-উল-ফিতর ঈদের নামাজ। ঈদগাহে উপচে পড়বে মুসল্লিদের ভিড়।কচিকাঁচারা নতুন সাজে সেজে সামিল হবেন ঈদের আনন্দে। আর এখন চলছে তারই শেষ মুহূর্তের প্রস্তুতি। ২০২০ ও ২০২১ সালে করোনা মহামারীর কারণে বিশ্বজুড়ে লকডাউন থাকায় ঈদের উদযাপন হয়েছিল ঘরোয়া পরিবেশে। কেনাকাটা ঘোরাঘুরি সব ছিল বন্ধ। তবে এবার করোনার ভ্রুকুটি অনেকটাই কমেছে। রমরমিয়ে চলছে বাজারের কেনা কাটা। জামা কাপড় থেকে সিমাই-চাচ্ছা সব দোকানেই ক্রেতার ভিড় চোখে পড়ার মতো।
বাজারগুলিতে খোঁজ নিয়ে জানা গেছে এবারের বিক্রি হয়েছে ভালোই। তবে অধিকাংশ মানুষের কেনাকাটা হয়ে গিয়েছে। তাই আজকের বাজার তুলনামূলক খারাপ। এক দোকানীর কথায়, ‘গতকাল পর্যন্ত বাজার ছিল গরম। দোকানের সামনে খরিদ্দারের লাইন লেগে গিয়েছিল। এবারের ঈদের বাজারে আমরা খুশি।’