Highlightরাজ্য

রেড রোডে চলছে ঈদ-উল-ফিতরের জামায়াতের শেষ মুহূর্তের প্রস্তুতি, শুরু হয়েছে মুসল্লিদের আনাগোনা

নিজস্ব সংবাদ, টিডিএন বাংলা : আজ ৩ মে ২০২২ মূলত উপমহাদেশের দেশগুলিতে উদযাপিত হচ্ছে মুসলিম ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। চারিদিকে সাজ সাজ রব। মুসলিমরা নতুন পোশাক পরে ঈদগাহের দিকে চলেছেন। আর পশ্চিমবঙ্গের সবচেয়ে বৃহত্তম জামায়াত অনুষ্টিত হয় রেড রোডে। এখন সেই উপলক্ষেই চলছে ঈদের জামাতের শেষ মুহূর্তের প্রস্তুতি। এরইমধ্যে ঈদগাহ ময়দানের দিকে শুরু হয়েছে মুসল্লিদের আগমন। রেড রোডে প্রতিবছর এই ঈদ-উল-ফিতরের জামাআতে লক্ষ লক্ষ মুসল্লির সমাগম হয়।

একমাস ব্যাপী রোজা রাখার পর মুসলিম উম্মাহ অপেক্ষা করেন ঈদুল ফিতরের এই দিনটির জন্য। অবশেষে প্রতীক্ষার অবসান হল। মুসলিমদের ঘরে ঘরে চলছে উৎসবের আনন্দ। শিশু থেকে বৃদ্ধ সকলেই নতুন সাজে সেজে ঈদের আনন্দে মেতে উঠেছেন। রেড রোডে জামাআত এখনও শুরু না হলেও এরইমধ্যে অনেক ঈদগাহেই জামাআত অনুষ্টিত হয়ে গিয়েছে।

Related Articles

Back to top button
error: