HighlightNewsআন্তর্জাতিক

শ্রীলঙ্কায় বিক্ষুদ্ধ জনতার দখলে প্রেসিডেন্ট-প্রধানমন্ত্রীর বাসভবন, আত্মগোপন প্রেসিডেন্টের

টিডিএন বাংলা ডেস্ক: আবারও সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল শ্রীলঙ্কা। বিক্ষোভকারীদের দখলে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে এবং প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের সরকারি বাসভবন। শনিবার প্রথমে হাজার হাজার বিক্ষুব্ধ জনতা প্রেসিডেন্টের বাসভবনে ঢুকে পড়ে এবং তা দখলে নেয়। ততোক্ষণে অবশ্য প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে গোপন পথে সেখান থেকে পালিয়ে আত্মগোপন করেছেন। এরপর সরকারবিরোধী বিক্ষোভকারীদের পরবর্তী লক্ষ্য হয়ে দাঁড়ায় প্রধানমন্ত্রীর বাসভবন। তারা প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে ঢুকে পড়ে সেটাও দখল করে নেয়। এরপরই তারা প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে সোচ্চার হন। এই ২ জনের পদত্যাগ না করা পর্যন্ত তারা তাদের আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

কলম্বোতে বিক্ষোভকারীদের অন্যতম নেতা নাট্যকার রুওয়ান্থি ডি চিকেরা সংবাদ সম্মেলন করে বলেন, ‘প্রেসিডেন্টকে পদত্যাগ করতে হবে, প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হবে এবং সরকারকে বিদায় নিতে হবে।’ এদিকে চাপের মুখে প্রেসিডেন্ট-প্রধানমন্ত্রী ২ জনেই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলেই খবর। এ প্রসঙ্গে দেশটির সংসদের স্পিকার মাহিন্দা ইয়াপা আরেওয়ার্দান বলেন, প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে এবং প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে পদত্যাগের পরিকল্পনা করছেন। এখন প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন স্পিকার। পরে দেশটির সংসদ সদস্যদের ভোটে নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হবেন।

Related Articles

Back to top button
error: