টিডিএন বাংলা ডেস্ক: মহারাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন অনিল দেশমুখ। আজ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে কাছে নিজের ইস্তফা পত্র জমা দেন তিনি। প্রসঙ্গত আজই দুর্নীতি সংক্রান্ত একটি মামলার পরিপ্রেক্ষিতে বম্বে হাইকোর্ট তার বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখতে সিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছে। মুম্বাইয়ের প্রাক্তন পুলিশ কমিশনার পরমবীর সিংহ স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখের বিরুদ্ধে এই অভিযোগ এনেছিলেন।