নিজস্ব সংবাদদাতা , টিডিএন বাংলা, কলকাতা : চাকদায় রাজনৈতিক কারণে নাট্য উৎসব বাতিল হয়েছে বলে অভিযোগ করলো এপিডিআর। এই ঘটনায় প্রতিবাদ ও করেছে সংগঠনটি। সংগঠনটি এক প্রেস বিবৃতি জানিয়েছে, কিছুদিন আগে নদীয়া জেলার রানাঘাটে ভারভারা রাও এর ‘কসাই’ নাটক মঞ্চস্থ করায় স্থানীয় তৃণমূল নেতারা মারধোর করেছিল একটি নাট্যদলের কর্মীদের। বেলেঘাটায় তৃনমূলের সভার মাঠে নাটকের মঞ্চ তৈরি করায় মারধোর করা হয়েছিল সুপরিচিত অভিনেতা ও পরিচালক অমিত সাহাকে। একই রকমভাবে বৃহস্পতিবার কলকাতায় ডিএ আন্দোলনকারীদের মঞ্চে নাটক করায় চাকদা নাট্যজনের পৌরসভার হলের বুকিং বাতিল করে দিল তৃনমূল পরিচালিত চাকদা পুরসভা। এর ফলে শেষ মূহূর্তে সংস্থার ৪ দিনের নাট্য উৎসব বাতিল হয়ে গেল। এপিডিআর এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে এবং নাট্যজনের বুকিং ফিরিয়ে দেওয়ার দাবি জানাচ্ছি।
মানবধিকার সংগঠন এপিডিআরের রাজ্য সাধারণ সম্পাদক রঞ্জিত শূর এক প্রেস বিবৃতিতে দাবি করেন, বস্তুতপক্ষে শাসকের পর শাসক একই ট্রাডিশন চালিয়ে যাচ্ছে। কংগ্রেসের সময় টিনের তলোয়ার নাটকে হামলা, প্রবীর দত্তকে হত্যা করা হয়েছিল। সিপিএমের সময় পশুখামার, উইঙ্কল টুইঙ্কল সহ বহু নাটকের অভিনয়ে সমস্যা তৈরি করা হয়েছিল। নাটকের মাধ্যমে সরকারের কাজের বিরোধিতা করলেই কন্ঠরোধের চেষ্টা করেছে সব সরকার। চরম নিন্দনীয় সেই ট্র্যাডিশনই রক্ষা করে চলেছে রাজ্যের তৃণমূল সরকার। চাকদা পুরসভার বক্তব্য নিজেদের অনুষ্ঠান হবে বলে বুকিং বাতিল করা হয়েছে৷ এটা সত্যি হলেও এটা মানা যায় না। হলের বুকিং দেখেই নিজেদের কর্মসূচি নেওয়া উচিত। কোন অজুহাতেই এভাবে শেষ মূহূর্তে বুকিং বাতিল মেনে নেওয়া যায় না৷ এটা স্বৈরতান্ত্রিক আচরণ। আমরা এর নিন্দা জানাচ্ছি। যে সরকারই করুক মতপ্রকাশের অধিকার কেড়ে নেওয়ার যেকোন পদক্ষেপেরই বিরোধিতা করবে এপিডিআর।