HighlightNewsরাজ্য

কয়লা পাচার মামলায় রুজিরা ব্যানার্জির বিরুদ্ধে জারি গ্রেফতারি পরোয়ানা

টিডিএন বাংলা ডেস্ক: দিল্লির একটি আদালত কয়লা পাচার কাণ্ডের সঙ্গে যুক্ত একটি আর্থিক তছরুপের মামলার তদন্তে সহযোগিতা করতে অস্বীকার করার জন্য এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দায়ের করা অভিযোগের ভিত্তিতে তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জীর স্ত্রী রুজিরা ব্যানার্জীর বিরুদ্ধে জামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিশেষ পাবলিক প্রসিকিউটর নিতেশ রানা আদালতকে জানান, অভিযুক্তের বিরুদ্ধে একাধিক সমন জারি করা সত্বেও আদালত বা তদন্তকারী সংস্থার কাছে হাজিরা দিচ্ছেন না। ইডির এই আবেদনের ভিত্তিতে মুখ্য মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট স্নিগ্ধা সারওয়ারিয়া রুজিরা ব্যানার্জির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। এই মামলার পরবর্তী শুনানির দিন ২০ আগস্ট। ওই দিনের মধ্যে আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে রুজিরাকে।

প্রসঙ্গত, এর আগে একাধিকবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক এবং তাঁর স্ত্রী রুজিরাকে সমন পাঠায় ইডি। ইডির ওই সমনের জবাবে রুজিরা ইডিকে এর আগে জানিয়েছিলেন, কোভিড পরিস্থিতি। বাড়িতে তাঁর দুই ছেলে মেয়ে রয়েছে। তাদের বয়স অনেকটাই কম। তাই এমন পরিস্থিতিতে সশরীরে হাজিরা দিতে পারবেন না। সমনের ওপর স্থগিতাদেশ চেয়ে আদালতের দ্বারস্থ হন তিনি এবং অভিষেক। তাঁদের ওই আবেদনের পাল্টা পাতিয়ালা কোর্টে যায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এরপরে আদালতে রুজিরাকে তলব করা হয়েছিল বলে জানা গিয়েছে। গত ৩০ সেপ্টেম্বর ভার্চুয়ালি হাজিরা দিয়েছিলেন রুজিরা। এরপর ইডির তলবের বিষয় নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। তবে, এবার প্রথমবার রুজিরা ব্যানার্জির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট। যদিও এই গ্রেফতারি পরোয়ানা জামিনযোগ্য হওয়ায় চাইলে জামিনের আবেদন করতে পারবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা ব্যানার্জি।

Related Articles

Back to top button
error: