রাজ্য

ঈদ প্রীতি মিলন উৎসব, “বিভেদ নয় ঐক্য চাই, হিংসা নয় শান্তি চাই” শিরোনামে

নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা,রাজারহাট: ঈদ বাঙালির কাছে এক গুরুত্বপূর্ন উৎসব। মুসলমানরা এক মাস রোজা রাখার পর ঈদের যে আনন্দ ভাগ করে, তা তাদের একার নয়। সমস্ত সম্প্রদায়ের মানুষ খুব আনন্দের সাথে তা উপভোগ করেন। ঈদের সাথে সাথে বাংলার বিভিন্ন এলাকায় দেখা যায় ঈদ মিলন উৎসব। গত ৬ই মে, শুক্রবার, রাজারহাট নিউটাউন সংলগ্ন গোপালপুরের গ্রামবাসীদের উদ্যোগে একটি ঈদ প্রীতি মিলন সভা আয়োজিত হয়। “বিভেদ নয় ঐক্য চাই, হিংসা নয় শান্তি চাই” এই শিরোনামে আলোচনা রাখেন বিভিন্ন সম্প্রদায়ের বিশিষ্টরা। অনুষ্ঠানটি পরিচালনা করেন জামাত-ই-ইসলামী-হিন্দ এর গোপালপুর শাখা এবং সার্বিকভাবে সহযোগিতা করেন সলুয়া গোপালপুর স্পোর্টিং ক্লাব এর সদস্যরা। উপস্থিত ছিলেন বিধায়ক তাপস চ্যাটার্জী এবং রাজারহাট গোপালপুর ১নং বোরো চেয়ারম্যান শাহনাওয়াজ আলী মণ্ডল সহ ২টি ওয়ার্ডের কাউন্সিলর নন্দিনী ব্যানার্জী ও অরিত্রিকা ভট্টাচার্য।

তাপস চ্যাটার্জী বলেন “রমযান মাস এমন একটি মাস যা পৃথিবীর সমস্ত মানুষকে একটি নতুন আলোর দিশা দেয়”। আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী শ্রী মনসা সেন। পুরো অনুষ্ঠানটির সঞ্চালনা করেন জুলফিকার গাজী এবং সভাপতিত্ব করেন মোঃ নূরুদ্দিন শাহ, শিশু সাহিত্যিক ও সাংবাদিক। মোঃ নূরুদ্দিন সাহেব নবী মুহাম্মদ সা: এর কথা স্মরণ করিয়ে বলেন “আমাদের হৃদয়কে এত বৃহৎ করতে হবে যেন এখানে সাদা-কাল, ধনী-গরীব, ধর্মীয় বিভেদের স্থান না থাকে”। এদিন সকল বক্তাদের আলোচনায় একটাই বিষয় উঠে আসে বিভেদের বিপরীতে ঐক্যের আওয়াজ আরো জোরালো হওয়া উচিত। আমরা সকল ধর্মের মানুষ এখানে সপথ নিচ্ছি যে আমাদের এ ঐক্য আমরা আজীবন বজায় রাখবো।

 

Related Articles

Back to top button
error: