রাজ্য

বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক সহ বীরভূমে গ্রেপ্তার আন্তর্জাতিক দুষ্কৃতী

নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা, বীরভূম: বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরকসহ আন্তর্জাতিক দুষ্কৃতী গ্রেপ্তার বীরভূম থেকে। শান্তিনিকেতন থানার তালতোর এলাকা থেকে চারজন বাংলাদেশীসহ দুজন স্থানীয় দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ। জেলার কোনো বিখ্যাত রাজনৈতিক ব্যক্তিত্বকে মেরে ফেলার জন্য ওই দুষ্কৃতীদের কে সুপারি কিলার হিসেবে নিয়োগ করা হয়েছিল বলে সূত্রে জানা গিয়েছে। ধৃত দুষ্কৃতীদের বোলপুর আদালতে তোলা হচ্ছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে বীরভূম জেলা পুলিশ শান্তিনিকেতন থানার তালতোর এলাকার একটি বাড়ি থেকে মোট ছয় জনকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র এবং বিস্ফোরকসহ গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে চারজন হলেন বাংলাদেশের বাসিন্দা। দুইজন স্থানীয়। পুলিশের জিজ্ঞাসাবাদ থেকে নানুর এবং লাভপুর এলাকার কয়েকজন দুষ্কৃতীর খোঁজ পেয়েছে। সেই সমস্ত দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি পুলিশের। তিন দিন আগে তাদেরকে আটক করে পুলিশ। যে বাড়ি থেকে আটক করা হয়েছে সেই বাড়িটি দুষ্কৃতীরা ভাড়া নিয়েছিল। পুলিশি জিজ্ঞাসাবাদে আরো চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। জানা গিয়েছে জেলার কোন এক বিখ্যাত রাজনৈতিক ব্যক্তিত্বকে খুন করার জন্য সুপারি কিলার হিসেবে ওই দুষ্কৃতীদেরকে নিয়োগ করা হয়েছিল। আগামী বিধানসভা নির্বাচনের আগেই বহু চর্চিত বীরভূম জেলা কে অস্থির করার জন্যই এই চক্রান্ত করা হয়েছিল। যে পরিমাণে অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার হয়েছে দুষ্কৃতীদের কাছ থেকে তাতে তাদের সঙ্গে কোন জঙ্গি সংগঠনে যোগ আছে কিনা সেটাও খতিয়ে দেখছে পুলিশ। তবে তদন্তের ভার রাজ্য পুলিশের এসটিএফের হাতে তুলে দেওয়া হতে পারে বলে জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে।

Related Articles

Back to top button
error: