HighlightNewsদেশ

মন্দির সংলগ্ন হওয়ায় শ্রীরামসেনার সৈনিকরা ভেঙে দিলেন মুসলিম ফল বিক্রেতার দোকান!

টিডিএন বাংলা ডেস্ক : কর্ণাটকের ধারওয়াদের নাজ্ঞেকেরি হনুমান মন্দির সংলগ্ন এলাকায় হওয়ার কারণে শ্রীরামসেনার সৈনিকরা ভেঙে দিলেন সেখানকার বহু পুরানো এক মুসলিম ফল বিক্রেতার দোকান! এই ঘটনার সমালোচনায় সরব হয়েছেন সমাজকর্মী থেকে শুরু করে রাজনৈতিক ব্যক্তিত্বরা। ওই ফল বিক্রেতার দোকানে ভাঙচুর চালানোর অভিযোগে কর্ণাটকের ধারওয়াদ গ্রামীণ থানার পুলিশ ইতিমধ্যে ৪ জনকে গ্রেপ্তার করেছে বলে জানা গিয়েছে। ধৃতরা হল চিদানন্দ কালাল, কুমার কাট্টিমনি, মায়লারাপ্পা গুড্ডাপ্পানাভার এবং মহালিঙ্গা আইগালি।

ওই ফল বিক্রেতা নবিসাব তাঁর দোকানে ভাঙচুর চালানোর পর তিনি থানায় গিয়ে এফআইআর দারেন। অভিযোগ পেয়েই ঘটনার তদন্তে নামে স্থানীয় থানার পুলিশ। তারপরেই পুলিশ এই ভাঙচুরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৪জন অভিযুক্তকে গ্রেফতার করেছে। জানা গিয়েছে, ধারওয়াদ গ্রামীণ থানার পুলিশ ইচ্ছাকৃতভাবে ধর্মীয় অনুভূতিতে আঘাত, বেআইনি সমাবেশ, দাঙ্গা এবং ইচ্ছাকৃতভাবে শান্তি ভঙ্গ করার চেষ্টার অভিযোগে আরও আটজনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে।

প্রসঙ্গত, নাজ্ঞেকেরি হনুমান মন্দির সংলগ্ন চত্বরে গত ১৫ বছর ধরে ফলের ব্যবসা করছেন নবিসাব। এদিন শ্রীরামসেনার কর্মীরাওই মন্দির চত্বরে এসে নবিসাবের দোকানে ভাঙচুর চালায়। সমস্ত ফল নষ্ট করে দেয়। কয়েকদিন আগেই মুসলিম ব্যবসায়ীদের কর্ণাটকের সব মন্দির সংলগ্ন দকানই বন্ধ করে দেওয়ার আহব্বান করেন এক বিজেপি নেতা। তারপর থেকেই কর্ণাটকের সমস্ত ধর্মস্থান থেকে প্রবলভাবে মুসলিম ব্যবসায়ীদের উত্‍খাতের দাবি তুলেছে হিন্দুত্ববাদী সংগঠনগুলি। এদিকে মুসলিম ফল বিক্রেতার দোকান ভাঙচুরের মত অপ্রীতিকর ঘটনার তীব্র নিন্দা করেছেন কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী। ক্ষতিগ্রস্ত ফল বিক্রেতার জন্য আর্থিক সহায়তাও পাঠিয়েছেন তিনি।

Related Articles

Back to top button
error: