HighlightNewsআন্তর্জাতিক

স্বাধীনতার ৭৫ বছরেও পাকিস্তানে পূর্ণ মেয়াদে ক্ষমতায় টিকে থাকতে পারেননি কোনো প্রধানমন্ত্রীই!

টিডিএন বাংলা ডেস্ক : পাকিস্তানের স্বাধীনতার পর কেটে গেল ৭৫টি বছর। প্রতিষ্ঠার পর থেকে এই ৭৫ বছরেও পাকিস্তানের প্রধানমন্ত্রী পদে পাঁচ বছর টেকেননি কোনো একজনও। এ সময়ের মধ্যে দেশটির শাসন ক্ষমতায় বসেছেন ২৯ জন প্রধানমন্ত্রী। কিন্তু তাদের কেউই শেষ করতে পারেননি মেয়াদ।

ব্যতিক্রম হলেন না সর্বশেষ প্রধানমন্ত্রী ইমরান খানও। রোববার মধ্যরাতে অনাস্থা ভোটে হেরে ক্ষমতাচ্যুত হলেন তিনি। বহু নাটকীয়তার ভেতর দিয়ে সেদিন মধ্যরাতের অনাস্থা ভোটে ইমরানের বিরুদ্ধে ভোট পড়ে ১৭৪টি। সংখ্যাগরিষ্ঠদের ভোটে তাকে বিদায় নিতে হলো পাকিস্তানের মসনদ থেকে।

পাকিস্তানের ইতিহাসে তিনিই প্রথম, যাঁকে অনাস্থা ভোটে হেরে সময়ের আগে গদি ছাড়তে হলো। এর আগে আরো দু’‌জন প্রধানমন্ত্রী অনাস্থা ভোটের মুখে পড়েছিলেন। তবে ভোট হওয়ার আগেই ইস্তফা দেন তারা। বাকিদের গদি গিয়েছে, হয় প্রেসিডেন্টের সাথে বিরোধ, নয়তো সেনাবাহিনীর প্রভাবে। ১৮ বার প্রধানমন্ত্রীদের অপসারণ করা হয়। এর মধ্যে বেনজির ভুট্টো বোমা হামলায় তার মেয়াদকালে নিহত হন।

উল্লেখ্য যে, আজ পাকিস্তান পার্লামেন্টের নির্বাচনে ১৭৪টি ভোট পেয়ে নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন, বিরোধী দলীয় নেতা তথা মুসলিম লীগের সভাপতি শাহবাজ শরিফ। তবে, তিনি একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসেননি। ফলে পরস্পর বিরোধী মতের এই বিরোধীদলীয় জোট সরকার টিকিয়ে রাখা শাহবাজ শরিফের জন্য মোটেও সহজ হবে না বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

Related Articles

Back to top button
error: