Highlightরাজ্য

আদালতে শুনানি শুরু, ধৃত চার নেতা-মন্ত্রীকে ভার্চুয়ালি আলাদা আলাদা ভাবে পেশ করা হবে আদালতে

টিডিএন বাংলা ডেস্ক: সোমবার সকালে তৃণমূলের তিন বিধায়ক ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র ও কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে নিজাম প্যালেসে তুলে নিয়ে আসে সিবিআই। এরপর ব্যাঙ্কশাল আদালতে ধৃতদের নামে চার্জশিট পেশ করে সিবিআই। তবে, দফায় দফায় নিজাম প্যালেস চত্বর রণক্ষেত্রের আকার নেওয়ায় ধৃত চার জনকে আলাদা আলাদাভাবে ভার্চুয়ালি আদালতে পেশ করার আবেদন জানায় সিবিআই। সেই আবেদনে সাড়া দিয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে শুনানি।
সূত্রের খবর অনুযায়ী, চার নেতা নেতা-মন্ত্রীর পাশাপাশি আজ নারদ মামলায় অভিযুক্ত সাসপেন্ডেড আইপিএস অফিসার এসএমএইচ মির্জার বিরুদ্ধেও আদালতে চার্জশিট পেশ করবে সিবিআই।

Related Articles

Back to top button
error: