রাজ্য

উদ্ধবকে ফ্লোর টেস্টের জন্য জিজ্ঞাসা করা একটি ভুল সিদ্ধান্ত ছিল: মহারাষ্ট্রের রাজ্যপালের সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সন্দেহ করার কোনো শক্ত ভিত্তি ছিল না, রায় সুপ্রিম কোর্টের

টিডিএন বাংলা ডেস্ক: প্রায় এক বছর আগে মহারাষ্ট্রে রাজনৈতিক উত্থান-পতনের বিষয়ে বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট রায় দিয়েছে। এই সিদ্ধান্তের সবচেয়ে বড় কথা হল মুখ্যমন্ত্রী থাকবেন একনাথ শিন্ডে। কিন্তু, উদ্ধব ঠাকরের পদত্যাগের কারণেই তাঁর জয় সম্ভব হয়েছে।

আদালত জানিয়েছে, ‘উদ্ধব ঠাকরে মোটেও ফ্লোর টেস্টের মুখোমুখি হননি। নিজেই পদত্যাগ করেছেন। এমতাবস্থায় আদালত পদত্যাগপত্র বাতিল করতে পারে না। আমরা পুরনো সরকারকে ফিরিয়ে আনতে পারব না। সুপ্রিম কোর্ট আরও বলেছে, উদ্ধব সরকারকে ফ্লোর টেস্টের জন্য বলা মহারাষ্ট্রের রাজ্যপালের একটি ভুল সিদ্ধান্ত ছিল। গভর্নরের কাছে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সন্দেহ করার শক্ত ভিত্তি ছিল না।

রায়ের পর প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে বলেন, ‘দেশদ্রোহীদের নিয়ে সরকার চালাতাম কী করে? শিন্ডে সরকারের মধ্যে কোনো নৈতিকতা নেই, না হলে তিনি আজ পদত্যাগ করতেন। এই প্রসঙ্গে ডেপুটি সিএম দেবেন্দ্র ফড়নবিস বলেছেন, উদ্ধব নৈতিকতার নয়, পরাজয়ের ভয়ে পদত্যাগ করেছেন। মুখ্যমন্ত্রী হওয়ার জন্য কংগ্রেস ও এনসিপির সঙ্গে জোট বেঁধেছিলেন।

Related Articles

Back to top button
error: