টিডিএন বাংলা ডেস্ক : আরব নিউজের খবর অনুযায়ী মেক্সিকোর নিরাপত্তা বাহিনীর মুখপাত্র সংবাদমাধ্যমকে বলেছেন, ‘মেক্সিকোর উত্তর অংশের জাকাটেকাস প্রদেশের দুর্গম এলাকায় মাদক ব্যবসায়ীদের ২ টি গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এ ঘটনায় ১৮ জন নিহত হয়েছে বলে জানা গিয়েছে। পুলিশ তাদের লাশ উদ্ধার করে নিয়ে এসেছে।
উল্লেখ্য যে, বিগত বছরগুলোতে মেক্সিকোয় মাদকদ্রব্যের চোরাচালান ব্যাপক ভাবে বৃদ্ধি পেয়েছে। মাদক ব্যবসায়ীদের দৌরাত্ম্য বৃদ্ধিতে শংকিত প্রশাসন। মাদকদ্রব্যের চোরাচালান রোধে মেক্সিকো নিরাপত্তা বাহিনী কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে। কয়েক দিন আগে দুই জন পুলিশ কর্মকর্তার অপহরণের পর তাদের লাশ পাওয়া যায়। এরপরই এই সংঘর্ষ ও ১৮ জনের মৃত্যুর ঘটনা ঘটলো।