নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা, মালদা: পুলিশ বেআইনিভাবে টাকা খেয়ে কংগ্রেসের শ্রমিক সংগঠন আই এন টি ইউ সি অনুমোদিত অটোচালকদের হেনস্তা করছে। এমনই অভিযোগ তুলে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন অটো চালকরা। আজ মালদা শহরের রথবারি মোড়ে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ আইএনটিইউসি। ঘটনাস্থলে ছুটে আসে বিশাল পুলিশ বাহিনী।