রাজ্য

বিজেপির আইটি সেল এ “মৃত” বলে ঘোষিত অভ্র ব্যানার্জি বললেন: ‘আমি জীবিত’

টিডিএন বাংলা ডেস্কঃ কলকাতার নাগরিক বর্তমানে বসবাস করেন নয়ডায়। আত্মীয়-স্বজনের ফোন পেয়ে জেগে উঠলেন কেননা, বিজেপির আইটি সেল এ প্রচার করা হয়েছে নির্বাচন পরবর্তী হিংসার শিকার হয়ে তার মৃত্যু হয়েছে। এ খবর পেয়ে তিনি চমকে ওঠেন। ২৭ বছরের সাংবাদিক এরপর সমাজ মাধ্যমে দেখেন যে না তিনি এখনো জীবিত এবং সুস্থ।

পরিকল্পিতভাবে একটি ভিডিও তৈরি করে বিজেপি দাবি করে মানিক মৈত্র নামে এক গ্রামবাসী নির্বাচন-পরবর্তী সন্ত্রাসে নিহত হয়েছে এবং সেখানে অভ্র ব্যানার্জীর ছবি পোস্ট করা হয়। পাঁচ মিনিট ২১ সেকেন্ড এর এই ভিডিওটি পশ্চিমবঙ্গ বিজেপির ফেসবুক পেজ থেকে পোস্ট করা হয় এবং সেখানে দেখানো হয় একজন প্রবীণ বিজেপি নেতা এই সকল ছবি দেখিয়ে দাবি করছে যে বাংলায় কিভাবে বিজেপির উপরে নির্বাচন পরবর্তী সন্ত্রাস চলছে।

কয়েক ঘন্টা পরে যখন অভ্র ব্যানার্জীর পোস্ট আসে তখন সোশ্যাল মিডিয়ায় সাড়া পড়ে যায়। বিজেপি সাংবাদিক সম্মেলন করে যাকে শ্রী মানিক মৈত্র বলে দাবি করে এবং দেখানো হয় তিনি একটি স্ট্রেচারে শুয়ে আছেন আর তার সামনে দাঁড়িয়ে আছে এক মহিলা এবং ইনসেটে ছবি দিয়ে দাবি করা হয় তিনি মানিক মৈত্র। কিন্তু এটি ছিল একটি ফেক
ভিডিও।

স্ট্রেচারে শুয়ে থাকা ব্যক্তিকে চিহ্নিত করা যায়নি। কিন্তু ইনসেটে যে ছবি দেয়া হয় তা মানিক তো নয় বরং অভ্র ব্যানার্জীর। সংবাদ পাওয়ার সাথে সাথেই অভ্র ব্যানার্জি ফেসবুকে লেখেন আমি অভ্র ব্যানার্জি জীবিত এবং সুস্থ আছি।বর্তমানে আমি শীতলকুচি থেকে ১৩০০কি.মি দূরে আছি। বিজেপির আইটি সেল দাবি করছে আমি মানিক মৈত্র এবং মৃত। শীতলকুচি তে আছি । অনুগ্রহ করে এই ভিডিও বিশ্বাস করবেন না এটা একটি ফেক ভিডিও । পুনরায় বলছি আমি এখনো জীবিত।

বিজেপির ফেক ভিডিও প্রচার করে পশ্চিমবঙ্গের দুর্নাম করার ঘটনা এই প্রথম নয় । মাত্র দু’মাস আগে বিজেপি একজন মহিলার ছবি দিয়ে প্রচার করেছিল যে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পেয়ে এই মহিলা শান্তি সুখে আছে। কিন্তু পরবর্তী কালে অনুসন্ধান করে জানা যায় ওই মহিলা প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাননি বরং তিনি তখনও ভাড়া ঘরে থাকছেন।

Related Articles

Back to top button
error: