আন্তর্জাতিক

আল-আকসা মসজিদে ইসরায়েলি হামলার নিন্দা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার

টিডিএন বাংলা ডেস্ক: ফিলিস্তিনের পবিত্র আল-আকসা মসজিদে ইসরায়েলের হামলায় তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি ইসরায়েলি হামলায় হতাহতদের প্রতি শোক ও সমবেদনা জানিয়ে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে চিঠি পাঠিয়েছেন বলে বাংলাদেশের সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।

১২ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দপ্তর থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

১১ মে রাতভর এবং ১২ মে ভোরে গাজার বেশ কয়েকটি স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে অবরুদ্ধ এই ভূখন্ডটিতে এখন পর্যন্ত ৩৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে কমপক্ষে ১০ জন শিশুও রয়েছে। এখন পর্যন্ত আহত হয়েছেন প্রায় ২৫০ জন ফিলিস্তিনি।

অপরদিকে ফিলিস্তিনির প্রতিরোধ যোদ্ধা গ্রুপ হামাস গত তিনদিনে ইসরায়েল অভিমুখে ২০০টিরও বেশি রকেট ছুড়েছে। এতে ইহুদিবাদী দেশটিতে অন্তত ছয়জন নিহত হয়েছেন।
আল আকসা ও ফিলিস্তিনের উপর হামলা নিয়ে পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র নেতা ইসরাইলের নিন্দা করেছে।

Related Articles

Back to top button
error: